গাজার নির্বাসিত এক নেতার বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। বুধবার রাতে হামাসের এক নির্বাসিত নেতার বাড়িতে বোমাবর্ষণ করে তারা। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বোমাবর্ষণ করা ওই বাড়িটি হামাসের নেতা ইসমাইল হানিয়ার বাসা। তবে তিনি বর্তমানে নির্বাসিত হয়ে কাতারে বসবাস করছেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের এ নেতার বাড়িটিকে সন্ত্রাসী অবকাঠামো হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া বাড়িটিতে একটি মিটিং রুম রয়েছে। যেখানে হামাসের সিনিয়র নেতারা বিভিন্ন বৈঠক করতেন।
ইসরায়েলের সেনাবাহিনী হামাসের এ নির্বাসিত নেতার বাড়িতে বোমাবর্ষণের ভিডিও প্রকাশ করেছে।
IDF struck the home of Hamas leader Ismail Haniyeh - who lives in Qatar - in the Gaza Strip. It says the home was "used as terror infrastructure and, among other things, as a meeting place for the senior officials of the organization." pic.twitter.com/axDlpry35p
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) November 16, 2023এর আগে হামাস দাবি করে, ইসরায়েল তাদের এ নেতার দুটি বাড়িতে বোমাবর্ষণ করেছে। তবে ইসরায়েল কেবল একটি বাড়িতে বোমাবর্ষণের তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গাজায় অবস্থিত হামাসের পার্লামেন্ট ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় অবস্থিত হামাসের পার্লামেন্ট ভবনকে গুঁড়িয়ে দিয়েছে। এক বিস্ফোরণের মাধ্যমে এ ভবনটিকে গুঁড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার ক্ষমতাসীন হামাসের পার্লামেন্ট, সরকারি ভবন, পুলিশের সদর দপ্তর ও একটি প্রকৌশল ভবন দখল করেছে ইসরায়েলি সেনারা। এই প্রকৌশল ভবনটি অস্ত্র উৎপাদন ও উন্নয়নে ব্যবহৃত হয়ে আসছিল।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের এ পার্লামেন্ট ভবনটি ৭ম আর্মড ব্রিগেড ও গোলানি পদাতিক ব্রিগেড দখলে নেয়।
মন্তব্য করুন