ফিলিস্তিনের বিরুদ্ধে শুধু সমরযান নিয়ে নয় বরং খাদ্য, স্বাস্থ্য ও বাসস্থানসহ মৌলিক সুবিধা বন্ধ করে দিয়েও লড়ছে ইসরায়েলি বাহিনী। আর এ যুদ্ধে অন্ধের মতো সমর্থন দিয়ে যাচ্ছে মানবতার ধ্বজাধারী পশ্চিমা বিশ্ব। এখানেই শেষ নয়, ফিলিস্তিনিদের কণ্ঠ চেপে ধরতে অনবরত কাজ করে যাচ্ছে পশ্চিমা টেক জায়ান্টরা। সম্প্রতি ইসরায়েলের পক্ষ নিয়ে হুমকি দিয়েছেন মাইক্রোব্লগিং সাইট এক্স-এর সিইও ইলন মাস্ক। জানান, ফিলিস্তিনের পক্ষ নিলেই পড়তে হবে শাস্তির মুখে। ইলন মাস্ক জানান, উপনিবেশায়ন শব্দটি ইহুদি গণহত্যাকে বোঝায়। যা একজন বোধসম্পন্ন ব্যক্তির কাছে একেবারেই অগ্রহণযোগ্য। আরেক টুইটে এক্স-এর সিইও জানান, উপনিবেশায়ন, ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত’ এবং একই ধরনের সমার্থক শব্দের ব্যবহার গণহত্যাকে ইঙ্গিত করে থাকে। এ ধরনের চূড়ান্ত সংঘাতপূর্ণ ভাষা এক্স-এর নীতিমালার বিরুদ্ধে যায়। ফলে কোনো ব্যবহারকারী এ ধরনের শব্দ ব্যবহার করলে তার অ্যাকাউন্টটি নিষিদ্ধ করা হবে। পূর্বে টুইটার নামে পরিচিত মাইক্রোব্লগিং সাইট এক্স-এর মালিকানা কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সে সময় বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার জন্য টুইটারকে আরও উপযুক্ত করার ঘোষণা দেন তিনি। এমনকি টুইটারের নাম পরিবর্তন করে এক্স রাখেন এই বিলিওনিয়ার। তবে পশ্চিমা নীতিমালার সঙ্গে মিল রেখে তার সেই প্রতিশ্রুতি এখন পরিণত হয়েছে মরা নদীর মতো। সাধারণত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি ইহুদি বসতি স্থাপন ও জোরপূর্বক জমি দখলকে বোঝাতে উপনিবেশায়ন শব্দ ব্যবহার করে থাকে ফিলিস্তিনি ও ফিলিস্তিনপন্থিরা। আর নদী থেকে সমুদ্র পর্যন্ত ইঙ্গিত দেয় জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের পূর্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে। যা ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবির প্রতিনিধিত্ব করে। আর এসব শব্দই মাইক্রোব্লগিং সাইটটিতে ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা দিলেন ইলন মাস্ক।
এক্স-এর বিভিন্ন পোস্টে ইসরায়েলবিরোধী বিভিন্ন তথ্য প্রচারের দায়ে এই সাইটটিতে বিজ্ঞাপন দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান কমিশন। সংস্থাটির উপপ্রধান মুখপাত্র ডানা স্পিন্যান্ট জানান, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর দায়ে মাইক্রোব্লগিং সাইটটিতে সাময়িকভাবে বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে, অক্টোবরে এক্স-এর কাছে পাঠানো এক চিঠিতে কমিশন জানাতে চায় তারা ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ছড়ানো ভুয়া তথ্য মোকাবিলায় যে নীতিমালা অনুসরণ করছে তা ইউরোপিয়ান কমিশনের নীতিমালার সঙ্গে কীভাবে সামঞ্জস্য রাখছে। এর আগে মাস্কের এক পোস্টে ইহুদিবিরোধী মনোভাব প্রকাশ পাওয়ায় এক্স-এ বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছিল মার্কিন টেক জায়ান্ট আইবিএম ও কামকাস্ট।
মন্তব্য করুন