কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা বলছেন বিশ্বনেতারা

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে থেকে গাজায় এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে হামাস। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

চুক্তি অনুযায়ী, হামাসের হাতে জিম্মি ৫০ বন্দির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এ ছাড়া গাজা উপত্যকায় চার দিন সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে ইসরায়েল। পাশাপাশি ২৩ লাখ মানুষের এই অঞ্চলে মানবিক, চিকিৎসা সহায়তা ও জ্বালানি নিয়ে শত শত ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েলি বাহিনী।

এরই মধ্যে ইসরায়েল ও হামাসের এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। আর বহুল প্রত্যাশিত এই চুক্তির মধ্যস্থাকারী দেশ কাতার এ চুক্তি ধরে দীর্ঘ মেয়াদে যুদ্ধবিরতির আশাবাদ ব্যক্ত করেছে।

বৈশ্বিক প্রতিক্রিয়া

ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে এর মধ্যস্থতা করায় কাতার ও মিসরকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, এই চুক্তির ফলে জিম্মিরা তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হতে পারবেন। কিছু দিন যুদ্ধ বন্ধ থাকায় গাজায় মানবিক ত্রাণ সহায়তা পাঠানো সম্ভব হবে। এই চুক্তির সব শর্ত সম্পূর্ণ রূপে বাস্তবায়িত হওয়া গুরুত্বপূর্ণ।

ইসরায়েল ও হামাসের এই চুক্তিকে চীনও স্বাগত জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আশা প্রকাশ করে বলেছেন, এই পদক্ষেপ গাজায় মানবিক সংকট উপশম, সংঘাত প্রতিরোধ ও দুপক্ষের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করবে।

ইসরায়েল ও হামাসের এই চুক্তিকে সুসংবাদ বলে মন্তব্য করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়াসহ বিশ্বের বেশিরভাগ দেশ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। কারণ যুদ্ধবিরতিকে ভিত্তি ধরেই টেকসই শান্তি প্রচেষ্টার রূপরেখা তৈরি করা সম্ভব।

এক বিবৃতিতে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন। তিনি বলেন, গাজায় মানবিক ত্রাণ সহায়তার সরবরাহ বৃদ্ধির জন্য এই যুদ্ধবিরতির সময় ব্যবহারের সর্বোচ্চ চেষ্টা করবে ইউরোপীয় কমিশন।

গাজায় যুদ্ধবিরতির চুক্তিকে সঠিক পথে যাওয়ার প্রথম ধাপ হিসেবে বর্ণনা করেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেছেন, এই যুদ্ধবিরতির চুক্তি দীর্ঘ মেয়াদে সংঘাত বন্ধের পথ খুলে দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১০

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১১

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

১২

শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের

১৩

অনিশ্চয়তার দোলাচলে শাকসু নির্বাচন

১৪

দুঃখ প্রকাশ

১৫

বিয়ের পিঁড়িতে জেফার-রাফসান!

১৬

নতুন সূচকে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

১৭

কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে

১৮

ভোটের মাধ্যমে বাংলাদেশপন্থি শক্তিকে প্রতিষ্ঠার ডাক ইশরাকের

১৯

কর্মসূচির ঘোষণা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

২০
X