সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

গাজার জন্য আরেক সীমান্ত খুলতে যাচ্ছে ইসরায়েল

সীমান্তে ট্রাকের সারি। ছবি : সংগৃহীত।
সীমান্তে ট্রাকের সারি। ছবি : সংগৃহীত।

গাজার জন্য আরেক সীমান্ত খুলে দিতে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র ‍ও ইসরায়েল কেরেম সালম সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ‍ও ইসরায়েল জানিয়েছে, তারা খুব দ্রুতই কেরেম সালম সীমান্ত খুলে দেবে। আগামী কয়েক দিনের মধ্যে এটি খুলে দেওয়া হতে পারে। গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য এ সীমান্ত খুলে দেওয়া হবে। যুদ্ধের কারণে মানবিক সংকট দেখা দেওয়ায় এমন পদক্ষেপের কথা জানিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনিদের সাথে বেসামরিক সমন্বয়ের জন্য ইসরায়েলি সংস্থা কোগাটের ইসরায়েলের বেসামরিক বিভাগের প্রধান কর্নেল এলাদ গোরেন সাংবাদিকদের বলেন, আগামী কয়েক দিনের মধ্যে কেরেম সালম সীমান্ত খুলে দেওয়া হবে। কেবল ত্রাণ সহায়তার জন্য সীমান্তটি উন্মুক্ত থাকবে।

মার্কিনি এক সিনিয়র কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েল কেরেম সালম সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছে। স্ক্রিনিং ও সহযোগিতার জন্য এ সীমান্ত উন্মুক্ত করা হবে। সপ্তাহব্যাপী বিষয়টি নিয়ে ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটন আলোচনা চালিয়ে আসছে।

জেনেভায় জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথ বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ইসরায়েল শিগগিরই এটি খুলে দেওয়ার প্রতিজ্ঞা করেছে।

তিনি বলেন, এ সীমান্ত খুলে দেওয়া হলে ফিলিস্তিনের ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যপক আকারে ত্রাণ প্রবেশর সুযোগ সৃষ্টি করবে। গত দুই মাসের যুদ্ধাবস্থার কারণে সেখানে ব্যপক আকারে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল।

তিনি বলেন, যুদ্ধ পরিচালনাকারী পক্ষও এ সীমান্ত খুলে দিতে আগ্রহী। তবে একবারে হয়তো না। ধাপে ধাপে এটি খুলে দেওয়া হবে।

এর আগে গত ১ নভেম্বর প্রথবারের মতো মিসর দিয়ে রাফাহ সীমান্ত খুলে দেয় ইসরায়েল। এ সীমান্ত দিয়েই যুদ্ধের পর গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ করছে। তবে সেখানেও সীমাবদ্ধতা রয়েছে। এ সীমান্ত দিয়ে প্রতিদিন যে ত্রাণ সহায়তা করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

রাফাহ ক্রসিং মিসরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ, যেটি গাজার সর্বদক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরও দুটি সীমান্তপথ রয়েছে। এর অন্যতম হলো কেরেম সালম। এগুলোর পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটিই এখন বন্ধ আছে। ফলে মিসরের এই সীমান্ত পথটিই এখন গাজার অসহায় মানুষের একমাত্র ভরসা। তবে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই সীমান্তটি মিসরও বন্ধ করে দিয়েছিল। এরপর বেশ কয়েক দিন আলোচনার পর গত সপ্তাহে গাজায় ত্রাণসহায়তা প্রবেশের জন্য এই সীমান্ত ক্রসিংটি সীমিত সময়ের জন্য খুলে দেয় মিসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১০

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১১

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১২

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৩

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১৪

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৬

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

১৭

রাকসুতে প্রথম দিনে ৫ জনের মনোনয়ন সংগ্রহ 

১৮

ফিলিস্তিনিদের ৩০০০ জলপাই গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বাহিনী

১৯

দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে : টুকু

২০
X