কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

গাজার জন্য আরেক সীমান্ত খুলতে যাচ্ছে ইসরায়েল

সীমান্তে ট্রাকের সারি। ছবি : সংগৃহীত।
সীমান্তে ট্রাকের সারি। ছবি : সংগৃহীত।

গাজার জন্য আরেক সীমান্ত খুলে দিতে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র ‍ও ইসরায়েল কেরেম সালম সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ‍ও ইসরায়েল জানিয়েছে, তারা খুব দ্রুতই কেরেম সালম সীমান্ত খুলে দেবে। আগামী কয়েক দিনের মধ্যে এটি খুলে দেওয়া হতে পারে। গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য এ সীমান্ত খুলে দেওয়া হবে। যুদ্ধের কারণে মানবিক সংকট দেখা দেওয়ায় এমন পদক্ষেপের কথা জানিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনিদের সাথে বেসামরিক সমন্বয়ের জন্য ইসরায়েলি সংস্থা কোগাটের ইসরায়েলের বেসামরিক বিভাগের প্রধান কর্নেল এলাদ গোরেন সাংবাদিকদের বলেন, আগামী কয়েক দিনের মধ্যে কেরেম সালম সীমান্ত খুলে দেওয়া হবে। কেবল ত্রাণ সহায়তার জন্য সীমান্তটি উন্মুক্ত থাকবে।

মার্কিনি এক সিনিয়র কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েল কেরেম সালম সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছে। স্ক্রিনিং ও সহযোগিতার জন্য এ সীমান্ত উন্মুক্ত করা হবে। সপ্তাহব্যাপী বিষয়টি নিয়ে ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটন আলোচনা চালিয়ে আসছে।

জেনেভায় জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথ বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ইসরায়েল শিগগিরই এটি খুলে দেওয়ার প্রতিজ্ঞা করেছে।

তিনি বলেন, এ সীমান্ত খুলে দেওয়া হলে ফিলিস্তিনের ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যপক আকারে ত্রাণ প্রবেশর সুযোগ সৃষ্টি করবে। গত দুই মাসের যুদ্ধাবস্থার কারণে সেখানে ব্যপক আকারে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল।

তিনি বলেন, যুদ্ধ পরিচালনাকারী পক্ষও এ সীমান্ত খুলে দিতে আগ্রহী। তবে একবারে হয়তো না। ধাপে ধাপে এটি খুলে দেওয়া হবে।

এর আগে গত ১ নভেম্বর প্রথবারের মতো মিসর দিয়ে রাফাহ সীমান্ত খুলে দেয় ইসরায়েল। এ সীমান্ত দিয়েই যুদ্ধের পর গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ করছে। তবে সেখানেও সীমাবদ্ধতা রয়েছে। এ সীমান্ত দিয়ে প্রতিদিন যে ত্রাণ সহায়তা করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

রাফাহ ক্রসিং মিসরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ, যেটি গাজার সর্বদক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরও দুটি সীমান্তপথ রয়েছে। এর অন্যতম হলো কেরেম সালম। এগুলোর পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটিই এখন বন্ধ আছে। ফলে মিসরের এই সীমান্ত পথটিই এখন গাজার অসহায় মানুষের একমাত্র ভরসা। তবে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই সীমান্তটি মিসরও বন্ধ করে দিয়েছিল। এরপর বেশ কয়েক দিন আলোচনার পর গত সপ্তাহে গাজায় ত্রাণসহায়তা প্রবেশের জন্য এই সীমান্ত ক্রসিংটি সীমিত সময়ের জন্য খুলে দেয় মিসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যকর ঘুমের ১২ অভ্যাস

বাংলাদেশকে দুঃসংবাদ দিল ইতালি সরকার

পিআরসহ ৫ দফা মেনে নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের

অবতরণের সময় মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত

জানা গেল কবে দেশে ফিরবেন শহিদুল আলম

পচা চাল কিনে বাধ্যতামূলক অবসরে খাদ্য কর্মকর্তা

ভুল সময়ে ওজন মাপলে জানবেন ভুল তথ্য

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি সাইকেলিস্টদের

কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

ভোট নিয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি

১০

ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

১১

প্রাথমিকে নাচ-গানের শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে খতমে নবুওয়তের বিক্ষোভ

১২

জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট দিতে হবে : গোলাম পরওয়ার

১৩

স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই : ড্যানী

১৪

ভারতের ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৫

অতিরিক্ত মদ্যপানে আরও চারজনের মৃত্যু

১৬

‘গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে’

১৭

অযোধ্যায় ভয়ংকর বিস্ফোরণ, অভিযান চলছে

১৮

শরীর যথেষ্ট ফাইবার পাচ্ছে কিনা বুঝবেন যেভাবে

১৯

সঙ্গী আপনাকে নিয়ে আগ্রহী নন বুঝবেন যে ৬ আচরণে

২০
X