কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

২০ বছরের ইতিহাসে ফিলিস্তিনে সবচেয়ে ভয়াবহ হামলা

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, স্মরণকালে এত বড় পরিসরে হামলা চালানো হয়নি।

ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫০ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আলজাজিরাকে ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জেনিনের শরণার্থী ক্যাম্পে এবং রামাল্লায় চালানো এই হামলায় ৮ জন নিহত হয়েছেন। বিমান ও স্থলপথ দুভাবে এ হামলা চালানো হয়। ক্যাম্পে ১৪ হাজার শরণার্থীর বসবাস। জায়গাটিতে নিয়মিত অভিযান পরিচালনা করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

ইসরায়েলি বাহিনীর এ হামলায় নিন্দা জ্ঞাপন করেছেন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিনান আল মাজালি। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক মানবতা আইনবিরোধী বলে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ জানান। তিনি ফিলিস্তিনের মানুষদের নিরাপত্তাবিধানে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাহায্য চান।

এদিকে পৃথকভাবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলি এই আগ্রাসনের ফলে ফিলিস্তিনি মানুষের দুর্দশা বাড়ছে এবং দখলকৃত জায়গা নিয়ে দ্বন্দ্ব সমাধানের পথ বন্ধ হচ্ছে। মিশর অবিলম্বে এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মোড়লদের হস্তক্ষেপ আশা করেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি আহতদের ইসরায়েলি আক্রমণ থেকে বাঁচানোর জন্য সেফ প্যাসাজ দেওয়ার আবেদন করেছে।

এক বিবৃতিতে তারা জানায়, আমরা রেডক্রস এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে ইসরায়েলকে সেফ প্যাসাজ দেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগ করছি। আহত এবং হতাহতদের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে।

আল জাজিরাকে মোহাম্মদ কামানজি নামের একজন উকিল, মানবাধিকার কর্মী এবং গবেষক জানান, জেনিন শহরে এবং ক্যাম্পে ভয়াবহ অবস্থা। তিনি বলেন, এখন যেটা হচ্ছে তা হলো- শত শত ইসরাইলি সৈন্যরা শহরে ও ক্যাম্পে ঢুকে পড়েছে। এদিকে বিমানহামলাও বহাল তালে চলছে।

তিনি আরও জানান, ইসরাইলি সামরিক বাহিনীর বুলডোজার এবং সামরিক অস্ত্রে সুসজ্জিত গাড়িতে ভরে গেছে শহরের রাস্তাঘাট। এই গাড়ি ও সৈন্যের বহর সবকিছু ধ্বংস করছে। তারা নাগরিকদের সম্পদ নষ্ট করছে। এ হামলায় অনেকে আহত হয়েছেন। নিহতদের ভেতর শিশুরা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, পেছাবে ভোটের তারিখ

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

জবি বাংলা বিভাগের এক শিক্ষককে বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

ছোট পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’

অবৈধ মোবাইল দিয়ে বন্দিরা আমাকে কল করেন : কারা মহাপরিদর্শক

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা

শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : শামা ওবায়েদ 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে রকমারি ডটকম, বেতন ৩০ হাজার

জীবিকার তাগিদে বের হয়ে প্রাণ হারালেন রফিকুল

হঠাৎ অসুস্থ একই স্কুলের ২২ ছাত্রী

১০

কয়েকটি ইসলামি দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হচ্ছে : সালাহউদ্দিন 

১১

দ্রুতগতিতে গাড়ি চালানোয় পরিবহনমন্ত্রীকে জরিমানা!

১২

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলাকারীদের কী সাজা হতে পারে

১৩

গকসু নির্বাচন : প্রথম দিনে ১৩টি মনোনয়নপত্র বিতরণ

১৪

ববির আবেগঘন পোস্ট

১৫

খুলনায় নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৬

প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে : এনবিআর চেয়ারম্যান

১৭

১ বলে ১৩ রান নিলেন ভারতের তারকা ওপেনার

১৮

ডাকসু নির্বাচন / প্রচারণার প্রথম দিনই শিবিরের ব্যানার ভাঙচুর

১৯

হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

২০
X