পবিত্র রমজানের ইবাদতকারী মুসল্লিদের সামলাতে পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটি রমজানকে সামনে রেখে হাজারও কর্মী নিয়োগ দিয়েছে। এ ছাড়া তারা পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক যন্ত্রপাতিও জড়ো করেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মক্কার নগর কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন রমজানে ইবাদতকারীদের জন্য পবিত্র কাবাকে প্রস্তুত করা হয়েছে। তাদের সেবায় হাজারও কর্মী এবং অসংখ্য যন্ত্রপাতি জমা করেছে।
মক্কা নগর কর্তৃপক্ষের মেয়রের মুখপাত্র ওসামা জায়তুনি বলেন, বছরের এ সময়ে ইসলামের এ পবিত্র জায়গাটিতে বিপুল সংখ্যক দর্শনার্থী আসেন। ফলে তাদের সেবার মানও অনেকাংশ বাড়াতে হয়।
তিনি সৌদি আরবের সংবাদমাধ্যম আল আখবারিয়াকে বলেন, মাসটিতে সেবা দিতে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দক্ষ পরিষেবা, বর্জ্য অপসারণ এবং পোকামাকড়ের হাত থেকে নিস্তার দেওয়া।
মুখপাত্র বলেন, এ পরিকল্পনার আওতায় দোকান ও রেস্টুরেন্টে নজরদারি এবং খাদ্যের গুণগত নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সড়ক, সেতু, এবং টানেল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, সৌদি আরবের পবিত্র রাজধানী হিসেবে পরিচিত মক্কায় ১৮ হাজার ছোট-বড় সড়ক রয়েছে। এ ছাড়া শহরটিতে ৫৮টি টানেল এবং ৭০টি সড়কের সমন্বয়ে বিশাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
রমজান মাসকে অন্য মাসের তুলনায় পিক সেশন ধরা হয়। এ মাস সাধারণত ওমরা পালনের শীর্ষে থাকে।
এর আগে শুক্রবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের অনেক মসজিদে সেহরি এবং ইফতারির জন্য ইমামরা অর্থ সংগ্রহ করে থাকেন। তবে এবার রমজানে সে বিষয়টিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয় শুধু রমজান মাসকেই কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইফতারের সময়সূচিতে মসজিদের অভ্যন্তরে ইফতার না করে খোলা স্থানে ইফতার করলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় থাকে। এ ছাড়া পবিত্র রমজানে মসজিদের অভ্যন্তরে ছবি না তোলা এবং ক্যামেরা স্থাপন করে ইমামদের মনোযোগে বাধা সৃষ্টি না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন