কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সামরিক চৌকিতে হামলা

হিজবুল্লাহর হামলার পর উত্তর ইসরায়েলের সীমান্ত শহর মেতুল্লায় ধোঁয়া উড়ছে। ছবি : এএফপি
হিজবুল্লাহর হামলার পর উত্তর ইসরায়েলের সীমান্ত শহর মেতুল্লায় ধোঁয়া উড়ছে। ছবি : এএফপি

ইসরায়েলের একটি সামরিক চৌকিতে হামলা হয়েছে। রোববার (২৬ মে) এ দাবি করেছে হিজবুল্লাহ। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে উত্তর ইসরায়েলজুড়ে বেশ কয়েকটি বিমান হামলার সতর্কবার্তা বেজে ওঠে। সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এরপরই বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে লেবাননসীমান্তবর্তী ইসরায়েলের এলাকা।

এ সময় লেবানন থেকে তোলা একটি ছবিতে দেখা যায়, উত্তর ইসরায়েলের সীমান্ত শহর মেতুল্লায় ধোঁয়া উড়ছে। তবে তখন এ ব্যাপারে কিছু জানায়নি ইসরায়েল।

পরে হিজবুল্লাহ দাবি করে, ওই হামলা তারা করেছে। লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী সীমান্তের কেন্দ্রীয় সেক্টরে আল আবাদ ইসরায়েলি সামরিক চৌকিতে অবস্থিত ‘প্রযুক্তিগত ব্যবস্থাকে’ লক্ষ্যবস্তু করে হিজবুল্লাহ। এ ব্যবস্থা চৌকিটির জন্য গুরুত্বপূর্ণ। হামলা সফল হয়েছে বলে দাবি হিজবুল্লাহর।

এর কিছু আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের নাকোরায় বোমা হামলা চালায়। ড্রোনটির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে একটি মোটরসাইকেল পুরোপুরি বিধ্বস্ত হয়। এ ছাড়া ওই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল ও লেবানন সীমান্ত।

সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

ইরানপন্থি এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েল নির্বাচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন।

হিজবুল্লাহ দিন দিন আক্রমণের পরিধি বাড়াচ্ছে। সাম্প্রতিক হামলায় দিশাহারা ইসরায়েল। চলতি মাসের মাঝামাঝিতে রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব রকেট ও কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা।

গত মাসে ইসরায়েলের ছোড়া ৫টি ড্রোন সম্প্রতি ভূপাতিত করার দাবি করে হিজবুল্লাহ। এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা ও তাদের সমর্থকদের কাছে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে ইসরায়েলও বসে নেই। তারা প্রতিনিয়ত লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা করছে। এতে সংগঠনটির শীর্ষস্থানীয় কমান্ডার নিহতের ঘটনাও ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১০

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১১

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১২

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৩

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৪

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৫

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৬

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৭

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৮

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

১৯

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

২০
X