কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১০:৫৭ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত ছড়াচ্ছে কানাডার দাবানল, জরুরি অবস্থা জারি

কানাডার উত্তর-পশ্চিম অঞ্চলে ২৩৬টি দাবানল সক্রিয় রয়েছে। ছবি : সংগৃহীত
কানাডার উত্তর-পশ্চিম অঞ্চলে ২৩৬টি দাবানল সক্রিয় রয়েছে। ছবি : সংগৃহীত

উত্তর-পশ্চিম কানাডায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। দিন যত গড়াচ্ছে জনবসতির দিকে এগিয়ে আসছে দাবানলের আগুন। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, উত্তর-পশ্চিম অঞ্চলে ২৩৬টি দাবানল সক্রিয় রয়েছে। এই অঞ্চলের রাজধানী ইয়েলোনাইফ শহরে ২০ হাজার মানুষ বসবাস করেন। শহরের দিকে দাবানল দ্রুত এগিয়ে আসায় বাসিন্দাদেরে শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে দাবানলের আগুন শহর থেকে ১০ কিলোমিটার দূরে রয়েছে।

তবে প্রবল বাতাসের কারণে এই সপ্তাহের শেষ দিকে দাবানল শহরের উপকণ্ঠে এসে পড়তে পারে। যদিও এই সময়ে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার রাতে এডমন্টনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বিমানে করে উত্তর-পশ্চিম অঞ্চলের মানুষকে সরিয়ে নিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আমরা বিমানে করে মানুষকে সরিয়ে নেওয়ার কার্যক্রম সমন্বয় করছি। মানুষের সব প্রয়োজনে যেন আমরা পাশে থাকতে পারি, তা নিশ্চিত করছি। মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সামনের দিনেও আমরা সেখানে থাকব। এমনকি যেখানে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে আমরা পুনর্নির্মাণ করছি।

পৃথক আরেক প্রেস ব্রিফিংয়ে কানাডিয়ান নেতারা বলেছেন, তারা শহরের সব মানুষকে সরিয়ে নেবেন। কেউ বাদ থাকবে না। সপ্তাহের শেষ পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এরই মধ্যে গত বৃহস্পতিবার জরুরি বিমানে করে এক হাজারের বেশি মানুষ ইয়েলোনাইফ শহর ছেড়ে গেছেন। গতকাল শুক্রবার পর্যন্ত বিমানের ২ হাজার সিট বাকি রয়েছে। এ ছাড়া বিমানে করে শহর ছাড়তে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন মানুষ। তবে কর্মকর্তারা বিমানের পাশাপাশি মানুষকে গাড়িতে করে শহর ছাড়ার অনুরোধ করেছেন।

এদিকে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার। ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি সতর্ক করে বলেছে, ব্রিটিশ কলম্বিয়ার পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। আগামী দিন আরও বেশি চ্যালেঞ্জিং হবে। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮০০ হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। এতে ওই ওলাকায় প্রায় সাড়ে চার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

কানাডার কর্মকর্তারা বলছেন, পশ্চিম কেলোনাতে আগুনে অনেক বাড়িসহ কয়েকটি অবকাঠামো পুড়ে গেছে। তবে এখানো প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, যেসব খাবার শুক্রাণু বাড়ায়

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

১২

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

১৩

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

১৪

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৯

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

২০
X