কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পার্লামেন্ট ছাড়ার সময় ব্যতিক্রমী ভঙ্গিতে জাস্টিন ট্রুডো!

ট্রুডো এক হাতে চেয়ার ধরে আছেন এবং জিহ্বা বের করে আছেন, যা অনেকের কাছেই অপ্রত্যাশিত লেগেছে। ছবি : সংগৃহীত
ট্রুডো এক হাতে চেয়ার ধরে আছেন এবং জিহ্বা বের করে আছেন, যা অনেকের কাছেই অপ্রত্যাশিত লেগেছে। ছবি : সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর জাস্টিন ট্রুডোর পার্লামেন্ট ছাড়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা গেছে, ট্রুডো এক হাতে চেয়ার ধরে আছেন এবং জিহ্বা বের করে আছেন, যা অনেকের কাছেই অপ্রত্যাশিত লেগেছে।

কানাডার প্রচলিত নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যরা পার্লামেন্ট ছাড়ার সময় তাদের আসন নেওয়ার অনুমতি পান। তবে ট্রুডোর বিদায়ের সময় তার অদ্ভুত ভঙ্গি অনেককে অবাক করেছে।

টরন্টো সানের রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান লিলি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, যে কোনো সংসদ সদস্য কমন্স ত্যাগ করার সময় তার আসন সঙ্গে নিতে পারেন। এটি চমৎকার একটি ঐতিহ্য, তবে ট্রুডোর এই ছবি কিছুটা অদ্ভুত। অনেকে মনে করছেন, এটি আসন্ন নির্বাচনের একটি ইঙ্গিতও হতে পারে।

পদত্যাগের সময় জাস্টিন ট্রুডো লিবারেল পার্টির ‘সাফল্য’ তুলে ধরেন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা নিয়ে কথা বলেন।

কানাডার ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) জানায়, লিবারেল লিডারশিপ কনভেনশনে দেওয়া বক্তৃতায় ট্রুডো বলেন, গত ১০ বছরে মধ্যবিত্ত ও কঠোর পরিশ্রমী মানুষের জন্য আমরা যা করেছি, তা নিয়ে আমি গর্বিত।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো কানাডাকে বিশ্বের সেরা দেশ হিসেবে রাখা। পদত্যাগের আগে লিবারেল সমর্থকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, তারা যেন কানাডার উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান।

জাস্টিন ট্রুডো চলতি বছরের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা পদ থেকে সরে দাঁড়ান। তার সরকারের অধীনে আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়, যা তার পদত্যাগের অন্যতম কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

রবিবার মার্ক কার্নি লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হন এবং আসন্ন নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য দ্বন্দ্ব মোকাবিলার চ্যালেঞ্জের মধ্যেই কানাডার ভবিষ্যৎ পথচলার দায়িত্ব নিলেন কার্নি।

এক্স-এ দেওয়া এক পোস্টে কার্নি লেখেন, ধন্যবাদ। আসুন, একসঙ্গে শক্তিশালী কানাডা গড়ে তুলি। তিনি আরও বলেন, আমরা তখনই সবচেয়ে শক্তিশালী থাকি, যখন আমরা ঐক্যবদ্ধ থাকি।

জাস্টিন ট্রুডোর বিদায়ী ভঙ্গি নিয়ে যত বিতর্কই থাকুক, তার নেতৃত্বের সময়কাল নিয়ে আলোচনা আরও অনেক দিন চলবে। নতুন নেতৃত্বে লিবারেল পার্টি কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলে, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

১০

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

১১

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

১২

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

১৩

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১৪

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১৫

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১৬

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৭

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৮

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৯

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

২০
X