যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। অঙ্গরাজ্যটির মুরিয়েটা শহরের ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে স্থানীয় সময় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিমানটি লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে সান দিয়েগো থেকে ৬৫ মাইল উত্তরে বিধ্বস্ত হয়।
ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলেই বিমানে থাকা ৬ আরোহীর সবাই নিহত হন। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণের আগে ঘটনাস্থলের প্রায় এক একর গাছপালা পুড়ে যায়।
মন্তব্য করুন