কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর বার্মুডা ট্রায়াঙ্গলকেও হার মানায় যে জায়গা

সমুদ্রের ঘূর্ণিপাকে জাহাজডুবির প্রতীকী ছবি
সমুদ্রের ঘূর্ণিপাকে জাহাজডুবির প্রতীকী ছবি

পৃথিবীর এমন কিছু স্থান আছে যা আজও রহস্যের চাদরে ঢাকা। এমন স্থানগুলো নিয়ে সবার কৌতূহল— কী আছে সেখানে? জানা কিংবা কৌতূহল থেকেই চলে একের পর এক গবেষণা। বের হয়ে আসে চাঞ্চল্যকর অজানা যত তথ্য।

তেমনি এক জায়গার নাম বার্মুডা ট্রায়াঙ্গল। বিশ্বের সবচেয়ে ভয়ংকর যত জায়গা আছে এর নাম সবার আগে চলে আসে। বলা হয়ে থাকে এই জায়গাকে ‘ডেভিল ট্রায়াঙ্গল’। এই ভয়ংকর জায়গাটি মূলত বিখ্যাত এর ভয়ংকর কিছু ঘটনার কারণে।

পশ্চিম উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই অঞ্চল। যেখানে গেছে এমন জাহাজ কখনো ফিরে আসতে পারেনি। এমনকি এর উপর দিয়ে উড়ে যাওয়া প্লেনও উধাও হয়ে গেছে শত শত মানুষ নিয়ে। বারমুডা ট্রায়াঙ্গল এমনই এক গোলকধাঁধা, যা মানুষকে চিরকাল রহস্যের স্বাদ দিয়েছে। এই জায়গা ঘিরে আছে অসংখ্য রহস্য এবং অলৌকিক ঘটনা। এই জায়গাকে ঘিরে বিভিন্ন ‘কনসপিরেসি থিয়োরি’ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে আরও বেশি আকর্ষণ করে।

তবে এত ভয়ংকর এই জায়গা থেকেও বেশ ভয়ংকর কিছু জায়গা আছে। যা আমাদের আলোচনায় খুব একটা আসে না।

এই ডেভিল ট্রায়াঙ্গল ছাড়াও বিশ্বে এমনই এক ভয়ংকর ট্রায়াঙ্গল আছে যা উটকিয়াগভিকের কাছাকাছি অবস্থিত বরফে ঢাকা অঞ্চল আলাস্কাতে। বলা হয়ে থাকে, ‘আলাস্কা ট্রায়াঙ্গল’ এমন একটি অঞ্চল, যেখানে বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি মানুষ নিখোঁজ হয়েছেন যার সংখ্যা ২০ হাজারের চেয়েও বেশি। এ নিয়ে এখন পর্যন্ত তৈরি হয়েছে বেশ কিছু রহস্য।

আলাস্কা ট্রায়াঙ্গলের রহস্যজনক ঘটনাটি প্রথমে নজরে আসে ১৯৭২ সালে। আইএফএল সায়েন্স ওয়েবসাইট এ বিষয়ে জানায়, অক্টোবরে। আমেরিকার দুই রাজনীতিবিদ টমাস হেল বোগস সিনিয়র এবং নিক বেগিচকে নিয়ে ছোট একটি বিমান অ্যাঙ্কোরেজ থেকে জুনইউ যাওয়ার পথে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। সেই বিমানে থাকা বেগিচের সহকারী রাসেল ব্রাউন তিনিও নিখোঁজ হন। নিখোঁজদের খুঁজে বের করতে দীর্ঘ তল্লাশি চালিয়েছিল আমেরিকা। কিন্তু তাদেরে আর খুঁজে পাওয়া যায়নি। খোঁজ পাওয়া যায়নি সেই বিমানটিরও।

আলাস্কায় এমন নিখোঁজের ঘটনার পর অনেকেই বিশ্বাস করেন, ওই এলাকায় ভিনগ্রহীদের যাতায়াত থাকায় কোনো মানুষ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হন। আবার অনেকের মতে, ওই এলাকার কোনো নির্দিষ্ট জায়গা প্রাকৃতিক বিপদে ভরা। আর সেই নির্দিষ্ট জায়গা দিয়ে যাওয়ার সময়েই মানুষ নিখোঁজ হন। আর তাদের খুঁজে পাওয়া যায়নি।

যদিও কেউ কেউ মনে করেন আলাস্কা ট্রায়াঙ্গলে অস্বাভাবিক চৌম্বকীয় ক্রিয়াকলাপ রয়েছে। আর সে কারণেই ওই ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের অনুমান, সম্ভবত বারমুডা ট্রায়াঙ্গলের মতো এই রহস্যেরও সমাধান হবে না। আর তাই বিশ্বের মানুষদের কৌতূহলের মাত্রাও দিন দিন বাড়তেই থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসিকে স্মারকলিপি / নির্বাচনকালীন সব পরীক্ষা স্থগিতের দাবি

এবার মিথলজিক্যাল সিনেমায় অক্ষয় খান্না

বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা কার্যত শূন্য!

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন

মহাসড়কে শতাধিক গ্যাস সিলিন্ডার, বিভাজকে থেঁতলানো লাশ

কিডনি ভালো না থাকলে শরীর যেভাবে সিগন্যাল দেয়

চানখাঁরপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে

বরিশালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সৈয়দা জুয়েলী

জরুরি সংবাদ সম্মেলনের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

দেশকে সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন জিয়াউর রহমান : ফখরুল

১০

দুই নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি দল ঘোষণা

১১

আগামী প্রজন্মের স্বার্থে ধানের শীষে ভোট দিন : সেলিমুজ্জামান 

১২

আপনার তোয়ালে কি সত্যিই পরিষ্কার

১৩

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল 

১৪

বাগদান সারলেন মধুমিতা সরকার

১৫

১৫ জেলায় নিয়োগ দিচ্ছে বেসরকারি ব্যাংক

১৬

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

১৭

বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিল সরকার

১৮

যে ৮০ কেন্দ্রে টিকা নিতে পারবেন হজযাত্রীরা

১৯

শবেবরাত কবে জানা যাবে সন্ধ্যায়

২০
X