সকালে ঘুম থেকে উঠে যখন কফির মগ হাতে বসেন অনিল বাভেজা, তার চোখে আর নেই কোনো টার্গেট চার্ট বা করপোরেট প্রেজেন্টেশনের চাপ। বরং তিনি যেন খুঁজে পেয়েছেন নিজের জীবনের নতুন এক সংজ্ঞা। এবার স্ত্রীর সহকারী হওয়ার মধুর দায়িত্ব নিয়েছেন তিনি।
একসময় হোন্ডা কারস ইন্ডিয়ার মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজির হেড পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরে সামলেছেন আরও একটি অটোমোবাইল কোম্পানির জেনারেল ম্যানেজারের দায়িত্ব। করপোরেট জগতের ঝলমলে ক্যারিয়ার ছেড়ে গত বছর এ মানুষটি বিদায় জানিয়েছেন তার চাকরির ব্যস্ততাকে। কিন্তু এবার করে বসলেন এক অদ্ভুত কাণ্ড। নিজের প্রফেশনাল লিংকডইন প্রোফাইলে দিলেন নতুন টাইটেল। সবাইকে নিজের নতুন পরিচয় দিলেন—অ্যাসিস্ট্যান্ট টু মাই ওয়াইফ হিসেবে।
করপোরেট দৌড়ঝাঁপ ফেলে একজন সাবেক জিএমের এমন মিষ্টি আচরণে অবাক হয়েছেন অনেকেই। অনেকে রীতিমতো এটিকে ফান হিসেবে নিজেদের প্রোফাইলে শেয়ারও করছেন। তবে বেশিরভাগ মন্তব্য দেখেই অবাক হচ্ছেন নেটিজেনরা। রেডিটে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে নিচে কমেন্ট এসেছে—জীবনের শ্রেষ্ঠ কাজ সবসময় সিইও হওয়া নয়, কখনো তা পরিবারের একজন নীরব সঙ্গী হয়েও করা সম্ভব। কেউ তাকে ডাকছেন লিজেন্ড, কেউ বলছেন স্বপ্নের চাকরি। তবে এই অদ্ভুত কাণ্ড যিনি ঘটিয়েছেন, সেই অনিল নিজে বলছেন—এই চাকরির পারফরম্যান্স রিভিউ হয়তো কঠিন; কিন্তু এখানে ভালোবাসার প্রমোশন একরকম নিশ্চিত।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন