মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির এবং শাহ মাহমুদ কুরেশির মুক্তির পাশাপাশি অন্য রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে গতকাল শনিবার খাইবার পাখতুনখাওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

খাইবার পাখতুনখাওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতারা দ্রুত ইমরান খান ও অন্য রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি করে বলেন, তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে, সেগুলো মিথ্যা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পেশোয়ারের ৩টি এলাকায় গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিটিআই। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ার প্রদেশের নামাক মান্দি এলাকায় বিক্ষোভে নেতৃত্ব দেন প্রাদেশিক উচ্চশিক্ষামন্ত্রী মিনা খান আফ্রিদি।

মিনা খান আফ্রিদি বলেন, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি, পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ও অন্য নেতাদের কারাবন্দি করে রাখা অবৈধ। আইনশৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় ব্যাপক অনাচার সৃষ্টি করেছে। গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জনগণ পিটিআইকেই ভোট দেওয়ার পরও পিএমএল-এন ও তাদের মিত্ররা নির্বাচনে ব্যাপক কারচুপি করে ক্ষমতায় বসেছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্য বক্তারাও পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ব্যাপক সমালোচনা করে তারা বলেন, নির্বাচনে কারচুপির সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে। জনগণের কল্যাণ হয়, এমন কিছুই করছে না। অবিলম্বে রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে দেশে সংবিধান ও আইনের শাসন জারি করার আহ্বান জানান পিটিআইয়ের নেতারা।

পাকিস্তানে ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। সম্প্রতি জেনেভাভিত্তিক জাতিসংঘের একটি মানবাধিবার সংস্থা ইমরান খানকে কারাবন্দি রাখা বিধিবহির্ভূত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবৃতি প্রকাশ করে। একই সঙ্গে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শিগগিরই মুক্তি পাওয়ারও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রাজনৈতিক পরিস্থিতি ও সংকট নিয়ে গবেষণা করা ফিচ সলিউশন কোম্পানি (বিএমআই)। তারা বলেন, দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শিগগিরই মুক্তি পাওয়ারও সম্ভাবনা নেই। দেশটিতে আরও ১৮ মাস ক্ষমতায় থাকতে পারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১০

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১১

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১২

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৩

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৪

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৫

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৬

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৭

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৮

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৯

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

২০
X