কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

খুব শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট

পাকিস্তানের সঙ্গে বিমান চলাচলের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সঙ্গে বিমান চলাচলের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চলাচল নিয়ে নানা আলোচনা চলছে। শিগগিরই এ রুটে বিমান চলাচল শুরু হবে। ফ্লাই জিন্নাহ এ রুটে বিমান চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএনআইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানান, চট্টগ্রাম এবং পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি জাহাজ চালু হয়েছে। শিগগিরই দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে।

বাংলাদেশের চট্টগ্রাম এবং পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি শিপিং লাইন চালুর পর, শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করা হবে বলে তারা জানিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল নাসের খান জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য ফ্লাই জিন্নাহর প্রস্তাব অনুমোদন করেছে।

তিনি জানান, ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার জন্য আমরা একটি চুক্তি স্বাক্ষর করব। তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাননি।

এর আগে গত ২৮ জানুয়ারি পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন বলা হয়, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন জানান, আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে।

প্রতিবেদনে বলা হয়, ইকবাল হুসাইন মঙ্গলবার পাকিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসিআই) সভাপতি নাসির মনসুর কোরেশির সঙ্গে এক বৈঠকে অংশগ্রহণ করেন। সেখানে তারা বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চলাচলের মাধ্যমে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশ হাইকমিশনার হুসাইন এ সময় বলেন, সরাসরি ফ্লাইট চলাচল নিয়ে নতুন পদক্ষেপের মাধ্যমে দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নত করে তুলবে এবং বাণিজ্যিক বিনিময়ের প্রস্তুতি আরও সহজ করতে সাহায্য করবে। এ ছাড়াও, ঢাকা থেকে করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটগুলোও শিগগিরই শুরু হবে, যা বাণিজ্যিক পণ্য পরিবহনের সুযোগ প্রদান করবে।

এ ছাড়াও হাইকমিশনার হুসাইন পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব জোরদার করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং পাকিস্তানি নাগরিকদের জন্য অনলাইনে বাংলাদেশি ভিসা পাওয়া আরও সহজ করার ওপর জোর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

১০

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

১১

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

১২

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

১৩

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

১৪

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

১৫

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

১৬

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন 

১৭

৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

১৮

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

১৯

কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

২০
X