কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ৮ যাত্রী নিয়ে মাঝ আকাশে ঝুলছে কেবল কার

বর্তমানে কেবল কারটি মাটি থেকে ৯০০ ফুট উপরে ঝুলছে। ছবি : সংগৃহীত
বর্তমানে কেবল কারটি মাটি থেকে ৯০০ ফুট উপরে ঝুলছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় ছয় শিশুসহ আট যাত্রী নিয়ে মাঝ আকাশে একটি কেবল কার আটকা পড়েছে। আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৭টার দিকে খাইবার পাখতুনখোয়ার বাট্টগ্রাম জেলার আল্লাই তহসিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় ৯ ঘণ্টার পার হলেও এখনো কাউকে উদ্ধার করা যায়নি। তবে দেশটির সেনা ও বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

কর্মকর্তারা বলছেন, ওই ছয় শিশু তাদের স্কুলে যাচ্ছিল। একপর্যায়ে কেবল কারের দুটি তার ছিঁড়ে যায়। বর্তমানে কারটি মাটি থেকে ৯০০ ফুট উপরে ঝুলছে।

এ ঘটনাকে উদ্বেগজনক অবহিত করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল হক কাকার। পাশাপাশি ওই এলাকায় সব কেবল কারের নিরাপত্তা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি।

কেবল কারে আটকাপড়াদের একজন গুলফরাজ। তিনি ফোনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, ‘আল্লাহর দোহাই লাগে, আমাদের বাঁচান।’

তিনি বলেন, আমাদের সঙ্গে আটজন যাত্রী রয়েছে। তাদের মধ্যে ছয়জন শিক্ষার্থী। তিন ঘণ্টা পরই একজন অজ্ঞান হয়ে পড়েছে। শিক্ষার্থীদের বয়স ১০ থকে ১৫ বছরের মধ্যে।

জিও নিউজ বলছে, পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এসএসজি) একটি দল তাদের জীবন বাঁচাতে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনীর বিশেষ সদস্যরা ছাড়াও সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার অংশগ্রহণ করেছে।

ঘটনাস্থল থেকে এক উদ্ধার কর্মকর্তা রয়টার্সকে বলেন, ঝড়ো বাতাসের কারণে উদ্ধার অভিযান খুবই জটিল হচ্ছে। কেননা হেলিকপ্টারের রটার ব্লেড ওই কারকে আরও নড়বড়ে করে দিতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে। তারপরও এরই মধ্যে একটি হেলিকপ্টার ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এসেছে। একটু পরই আরেকটি হেলিকপ্টার পাঠানো হবে।

স্থানীয় এক শিক্ষক সংবাদমাধ্যম দ্য ডনকে বলেন, ওই এলাকায় গণপরিবহন না থাকায় প্রতিদিন প্রায় ১৫০ শিক্ষার্থী কেবল কারে করে স্কুলে যাওয়া-আসা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী-জাতীয় ছাত্রশক্তির শতাধিক নেতাকর্মী

বগুড়া-১ আসন / বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর আপিল! ব্যবস্থা নেবে হাইকমান্ড 

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

১০

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

১১

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

১২

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১৩

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৫

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

১৬

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

১৭

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

১৯

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

২০
X