কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর হামলা তদন্তে চীন-রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব পাকিস্তানের

সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রতীকী ছবি।
সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রতীকী ছবি।

কাশ্মীরে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়ার অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

স্থানীয় সময় রোববার (২৭ এপ্রিল) রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রস্তাবের কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর দ্য হিন্দুর।

খাজা আসিফ বলেন, আমি মনে করি, রাশিয়া, চীন, এমনকি পশ্চিমা দেশগুলোও এই সংকটে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তারা একটি আন্তর্জাতিক তদন্ত দল গঠন করতে পারে। ভারত সত্য বলছে, নাকি মিথ্যা, তা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসুক।

এর আগে শনিবার (২৬ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি জানান, আন্তর্জাতিক তদন্তকারীদের’ পরিচালিত যেকোনো তদন্তে পাকিস্তান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। একইসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও হামলার ঘটনায় ‘নিরপেক্ষ তদন্তে’ ইসলামাবাদের প্রস্তুতির কথা জানান।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পহেলগামের কাছে বৈসারন উপত্যকায় ভয়াবহ বন্দুক হামলা হয়। এতে অন্তত ২৬ জন পর্যটক নিহত এবং বহু মানুষ আহত হন। এ ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়।

হামলার জেরে নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়, যার মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করা এবং আত্তারি সীমান্তে সমন্বিত চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া। একইসঙ্গে ১ মে’র মধ্যে ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘সন্ত্রাসীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করা হবে।’ হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করে। প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ভারত ‘অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে’ সিন্ধু চুক্তি স্থগিতের মতো সিদ্ধান্ত নিয়েছে এবং কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে। তিনি দাবি করেন, ইসলামাবাদ সব ধরনের তদন্তে সহযোগিতার জন্য প্রস্তুত, কিন্তু ভারত একতরফাভাবে ব্যবস্থা নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

ছুটির ৩ দিনে ঢাকায় টানা সমাবেশ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

১০

নাতনিকে ইভটিজিং, প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

১১

বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

১২

গাজায় আরও অর্ধশতাধিক নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

১৩

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৪

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ফারুকী

১৫

শেষ হয়েছে দুই মাসের নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত ভোলার জেলেরা

১৬

পাট শ্রমিক দলের সভাপতি হলেন সাঈদ আল নোমান

১৭

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ নেতারা

১৮

৩০ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X