ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) আবারও বলোচিস্তানে সহিংসতা ও সন্ত্রাস ছড়াতে সক্রিয় হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রের বরাতে দেশটি এ দাবি করেছে।
মঙ্গলবার (০৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, পেহেলগামের ব্যর্থ ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের পর, র নতুন করে বেলুচিস্তানকে অস্থিতিশীল করতে সক্রিয় হয়ে উঠেছে। এই ষড়যন্ত্র বাস্তবায়নে তারা বালোচ লিবারেশন আর্মি (বিএলএ), ফিতনা-উল-খারিজ নামের জঙ্গি সংগঠন এবং কিছু অবৈধ আফগান নাগরিককে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে গোয়াদার, কোয়েটা এবং খুজদার-এ হামলার জন্য বিভিন্ন স্থাপনার রেকি বা পূর্ব-পর্যবেক্ষণ করানো হয়েছে। তারা সাধারণত গাড়ি বা মোটরসাইকেল ব্যবহার করে আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ভারতের মূল উদ্দেশ্য পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করে সন্ত্রাস ছড়ানো। তবে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো ভারতীয় ষড়যন্ত্র প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।
সূত্র আরও জানায়, বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবাদ ভারতের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় হচ্ছে এবং এর পেছনে বিদেশি হাত থাকার প্রমাণ স্পষ্ট।
মন্তব্য করুন