মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তবে তিনি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকে উত্তেজনা কমানোর জন্য উৎসাহিত করছেন।
জেডি ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো এই দেশগুলোকে উত্তেজনা কিছুটা কমানোর জন্য উৎসাহ দেওয়া, কিন্তু আমরা এমন একটি যুদ্ধের মাঝে জড়াব না যা মূলত আমাদের ব্যাপার নয় এবং আমেরিকার নিয়ন্ত্রণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমেরিকা ভারতীয়দের অস্ত্র নামিয়ে রাখতে বা পাকিস্তানিদের অস্ত্র নামিয়ে রাখতে বলতে পারে না। তাই আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চালিয়ে যাব।
ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমাদের আশা এবং প্রত্যাশা, এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে না। ঈশ্বর না করুন, পারমাণবিক সংঘাতে পরিণত হবে না।
ভ্যান্স আরও বলেন, এখন পর্যন্ত আমরা মনে করি এমনটা (পারমাণবিক যুদ্ধ) হবে না।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, পাকিস্তান ভারত ও ভারত-শাসিত কাশ্মীরে সামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে। তবে এর আগে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনাদের গোলাগুলি খবর জানায় পাকিস্তান। দাবি করে, ৪০ থেকে ৫০ জন ভারতীয় সৈন্য হত্যা করেছে তারা। এ ছাড়া পাকিস্তানে হামলা করতে আসা দুই ডজনের বেশি ভারতীয় ড্রোন ভূপাতিত করে পাকিস্তানি সেনারা।
প্রসঙ্গত, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টার পর পাল্টা জবাবে আরব সাগরে পাকিস্তানি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ভারত। নয়াদিল্লির সূত্র বলছে, শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয়।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তান প্রথমে উসকানি দিয়েছে এবং ভারত শুধু তার জবাব দিয়েছে। তার দাবি, ভারতের প্রতিক্রিয়া ছিল নিয়ন্ত্রিত, নির্ভুল ও শুধু সন্ত্রাসী ঘাঁটিতে সীমাবদ্ধ।
মন্তব্য করুন