যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। সেনাপ্রধানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর এ বৈঠককে ‘বিরল’ বলছে পাকিস্তানি সংবাদমাধ্যম। বলা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে পাকিস্তানি শীর্ষ নেতৃত্ব দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় ছিল ভারত প্রসঙ্গও।
জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বৈঠকের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী শাহবাজ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চমৎকার মানুষ বলে আখ্যা দেন। আর বৈঠক শেষে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হন শাহবাজ শরিফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেছেন, বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে আন্তরিক প্রচেষ্টায় নিয়োজিত ট্রাম্প একজন শান্তির মানুষ।
ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মার্কিন নেতার সাহসী ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহজতর করতে সাহায্য করেছে। যার ফলে দক্ষিণ এশিয়ায় একটি সম্ভাব্য বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় শাহবাজ গাজায় যুদ্ধের তাৎক্ষণিক অবসান ঘটাতে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন। বিশেষ করে এই সপ্তাহের শুরুতে নিউইয়র্কে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ বলে উল্লেখ করেন তিনি। গাজা এবং পশ্চিম তীরে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানকে মতবিনিময়ে আমন্ত্রণ জানানোয় তিনি ট্রাম্পকে ধন্যবাদ দেন।
বৈঠকের বিষয়ে জানাতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ২০২৫ সাল পাকিস্তানের জন্য এখন পর্যন্ত সাফল্যে পরিপূর্ণ একটি বছর। যার মধ্যে ভারতের বিরুদ্ধে জয়, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর এবং পাকিস্তান-মার্কিন সম্পর্কের অভূতপূর্ব অগ্রগতির অন্যতম। ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন