শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১১:২৪ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগমুহূর্তে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত

চার বছরের স্বেচ্ছানির্বাসন কাটিয়ে আজ শনিবার দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। তিনি আজ দুবাই থেকে একটি চার্টার্ড বিমানে করে ইসলামাবাদে আসবেন। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ও পিএমএল-এন নেতা ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য ডন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জানুয়ারিতে পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নিজ দল পিএমএল-এনের নেতৃত্ব দিতে দেশে ফিরছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

পিএমএল-এনের দলীয় সূত্রের বরাতে দ্য ডন জানিয়েছে, নওয়াজ শরিফকে বহনকারী চার্টার্ড বিমানটি আজ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ইসলামাবাদে অবতরণ করবে। সেখানে কয়েক ঘণ্টা অবস্থান করে লাহোরের উদ্দেশে রওনা দেবেন তিনি। এরপর জাতীয় ওমরার বাসভবন হয়ে মিনার-ই-পাকিস্তানের যাত্রা করবেন তিনি।

গতকাল শুক্রবার ইসহাক দার বলেছেন, নওয়াজ শরিফ ইসলামাবাদে এক ঘণ্টা বা তার বেশি সময় অবস্থান করবেন। এরপর লাহোরের মিনার-ই-পাকিস্তানের সমাবেশে ভাষণ দেবেন।

পাকিস্তানি রাজনীতি বিশ্লেষকরা বলছেন, জামিন ইস্যুর কারণে প্রথমে লাহোরে না গিয়ে ইসলামাবাদে নামছেন নাওয়াজ। গত বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট তার আগাম জামিন মঞ্জুর করেছেন। আগামী বছরের অক্টোবর পর্যন্ত তার এই জামিনের মেয়াদ রয়েছে। ফলে এ সময়ের মধ্যে তার আর গ্রেপ্তার হওয়ার ভয় নেই।

পাঞ্জাবের এক পিএমএল-এন নেতা দ্য ডনকে বলেছেন, লাহোরে পিএমএল-এন এখনো জনপ্রিয় দল, এই বার্তা দিতে নওয়াজ শরিফের স্বদেশ প্রত্যাবর্তনের বেশ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দলের নেতারা সফল হবেন। কেননা এর ওপর অনেক কিছু নির্ভর করছে।

তিনি বলেন, কয়েক মাস পর দেশের সাধারণ নির্বাচন। নির্বাচনের আগে তার এই স্বদেশ প্রত্যাবর্তন দলকে বহুল প্রয়োজনীয় উৎসাহ দেবে। তিনি দলীয় নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন।

নওয়াজ শরিফকে স্বাগত জানাতে এরই মধ্যে ব্যাপক আয়োজন করেছে পিএমএল-এন। আজকের লাহোরের মিনার-ই-পাকিস্তানের সমাবেশ সফল করতে গতকাল শুক্রবার ব্যস্ত সময় পার করেছেন শাহবাজ শরিফ, মরিয়ম নওয়াজ শরিফ ও হামজা শাহবাজসহ পিএমএল-এন নেতারা। এই সমাবেশে ১০ লাখ মানুষের সমাগমের আশা করছে দলটি।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর তিনি আর দেশে ফেরেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসুর রোকেয়া হলের ফল ঘোষণা

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

কুষ্টিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা / পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে কালবেলা

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনদের মিলনমেলা / ‘কম সময়ে কালবেলা প্রত্যাশার চেয়ে বেশি অবদান রাখছে’

বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

১০

ইবিতে পুকুরে ডুবে যাচ্ছিলেন দুই শিক্ষার্থী, বাঁচালেন সিনিয়র

১১

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুর সাংবাদিক সমিতির শুভেচ্ছা

১২

দীপাবলির আগে ভারতে স্বর্ণ চোরাচালানের হিড়িক, রেকর্ড দাম কালোবাজারে

১৩

রাষ্ট্রীয় উদ্যোগে লালন স্মরণোৎসব শুরু শুক্রবার

১৪

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

১৫

বসুন্ধরা এক্সপো ভিলেজে ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো উদ্বোধন

১৬

রাকসু নির্বাচন / ভোটগ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি : নির্বাচন পর্যবেক্ষণ কমিটি

১৭

আসন্ন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন ইব্রাহিম আল-জারওয়ান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিএনপির প্রস্তাব লিপিবদ্ধ হলেই জুলাই সনদে স্বাক্ষর করা হবে : মির্জা ফখরুল

২০
X