শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান-ইরান উত্তেজনা নিয়ে যে বার্তা চীনের

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিয়াও নিং। ছবি : রয়টার্স
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিয়াও নিং। ছবি : রয়টার্স

পাল্টাপাল্টি হামলা চালিয়েছে পাকিস্তান ইরান। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এ দুই দেশের মধ্যকার উত্তেজনা নিয়ে মধ্যস্থতার কথা জানিয়েছে চীন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীন জানিয়েছে, পাকিস্তানের সাথে ইরানের চলমান উত্তেজনা প্রশমিত করতে মধ্যস্থতা করতে চায় তারা। দুই দেশের মধ্যকার হামলায় উভয় দেশেই লোকজনের প্রাণহানি হয়েছে। এরপর দুই দেশই পাল্টাপাল্টি কড়া পদক্ষেপও নিয়েছে।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিয়াও নিং জানান, চীন দৃঢ়ভাবে প্রত্যাশা করে যে উভয় পক্ষ শান্ত ও সংযমী আচরণ করবে এবং উত্তেজনার পথ পরিহার করবে।

তিনি বলেন, উভয়পক্ষ চাইলে আমরা দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমিত করতে ভূমিকা পালনে ইচ্ছুক।

এর আগে করাচির চাইনিজ কনসুল জেনারেল ইয়াং ইউনডং উভয় দেশের মধ্যস্থতায় কাজ করার আগ্রহের কথা জানান। তিনি জিও নিউজকে বলেন, পাকিস্তান ও ইরানকে চীন বলতে চায় যে আমারা দুই দেশের মধ্যকার বিরোধ নিরাসনে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। ​ এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরই পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে তিনি দূতাবাসের সর্বোচ্চ কর্মকর্তা। তাকে তেহরানে বৃহস্পতিবার সকালে হামলার বিষয়ে তলব করা হয়েছে।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়েছিল ইরান। এরই জেরে বৃহস্পতিবার দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। ইরানের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে এমন হামলা চালানো হয়।

বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও হামলার জবাবে বুধবার কড়া পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে পাকিস্তান। একইসঙ্গে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও আপাতত ইসলামাবাদে না ফিরতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

১০

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১১

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

১৩

বিগ ব্যাশে স্মিথ শো

১৪

মন গলানোর ‘শেষ চেষ্টা’ হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

১৫

হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে তরুণী নিহত

১৭

জামায়াতের সঙ্গে বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ বলছে ভারত

১৮

হ্যান্সি ফ্লিকের শিষ্যদের থামানোর কেউ নেই!

১৯

গরম ভাতে ঘি খান, মস্তিষ্কে কেমন প্রভাব পড়ে জানলে অবাক হবেন

২০
X