কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নওয়াজ শরিফের রাজনীতি শেষ!

পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ নওয়াজ শরিফ। ১৯৮১ সালের পর থেকে প্রায় টানা ৪ দশক কখনো মুখ্যমন্ত্রী, কখনো মন্ত্রী আবার কখনো প্রধানমন্ত্রী ছিলেন। তবে ইমরান খান ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলা নিয়ে দেশ ছাড়তে হয় তাকে। সেই ঘটনার পালাবদল হয়েছে মাত্র কয়েক বছরেই। অনাস্থা ভোটে ইমরান খানতে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তানের মসনদে বসেন নওয়াজের ভাই শাহবাজ শরিফ। সেই ক্ষমতা বলে নির্বাচনের আগে লন্ডন থেকে দেশে ফেরেন রাজকীয় বেশে। তখনই ধারণা করা হচ্ছিল আবারও সক্রিয় হবেন রাজনীতিতে, বসতে পারেন প্রধানমন্ত্রী পদেও।

৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন তোড়জোড় চলছিল জোট গঠনের তখনই ঘোষণা করা হয় ছোট ভাই শাহবাজ শরিফের নাম। এর পরই প্রশ্ন উঠতে থাকে তাহলে নওয়াজ শরিফের ভূমিকা কী? নতুন সরকারে কোন পদে তাকে দেখা যাবে? অবশ্য এর উত্তর দিয়েছেন, নওয়াজের মেয়ে ও পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

বুধবার এক্সে একটি পোস্ট দিয়েছেন মরিয়ম। সেখানে তিনি লিখেছেন, আগামী পাঁচ বছর সক্রিয় রাজনীতি থেকে দূরে সরছেন না তার বাবা নওয়াজ শরিফ। পিএমএল-এনের নেতৃত্বে কেন্দ্র ও পাঞ্জাবে গঠিত হতে যাওয়া সরকারে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবেন তিনি। মরিয়ম আরও লিখেছেন, নওয়াজের নেতৃত্বে তিনটি প্রদেশের মানুষের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের দল।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সবচেয়ে বেশি আসন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তাই নির্বাচনের ফলাফল ঘোষণার পরই জোট সরকার গঠনের তৎপরতা শুরু করে দলগুলো।

নির্বাচনের পাঁচ দিন পর গত মঙ্গলবার পিএমএল-এন, পিপিপিসহ সমমনা দলগুলো নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেয়। বলা হচ্ছে, সরকার গঠনের পর ২৯ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন শুরু হতে পারে। এটা সামনে রেখে জাতীয় পরিষদ সচিবালয় কার্যক্রম শুরু করে দিয়েছে।

পাকিস্তানে সাবেক প্রেসিডেন্ট বাবা আফিস আলি জারদারিকে আবারও প্রেসিডেন্ট করার শর্তে প্রধানমন্ত্রীত্বের দাবি থেকে সরে আসেন পিপিপির বিলওয়াল ভুট্টো। এরপরই আলোচনা শুরু হয়- নওয়াজ- শাহবাজ দুই ভায়ের মধ্যে কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। অবশ্য শাহবাজের নাম ঘোষণা করতে খুব বেশি দেরি করেনি পিএমএল-এন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের

অনিশ্চয়তার দোলাচলে শাকসু নির্বাচন

দুঃখ প্রকাশ

১০

বিয়ের পিঁড়িতে জেফার-রাফসান!

১১

নতুন সূচকে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

১২

কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে

১৩

ভোটের মাধ্যমে বাংলাদেশপন্থি শক্তিকে প্রতিষ্ঠার ডাক ইশরাকের

১৪

কর্মসূচির ঘোষণা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

১৫

অনির্দিষ্টকালের শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

১৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত : নজরুল ইসলাম

১৭

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

১৮

নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই : নুরুদ্দিন অপু

১৯

চিনির বিকল্প হিসেবে মধু খাওয়া কি ভালো? যা বলছে বিজ্ঞান

২০
X