বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন অবমাননা নিয়ে বিশেষ বৈঠকে জাতিসংঘ

মুসলিম বিশ্বের একাধিক দেশ ওই ঘটনার তীব্র নিন্দা জানায় ।ছবি: সংগৃহীত
মুসলিম বিশ্বের একাধিক দেশ ওই ঘটনার তীব্র নিন্দা জানায় ।ছবি: সংগৃহীত

বিশ্ববেলা ডেস্ক: কোরআন অবমাননা নিয়ে বিশেষ এক বৈঠকে বসেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মঞ্চে এই বিষয়ে বিশেষ ওই বৈঠক শুরু হয়। সুইডেনে আলোচিত কোরআন অবমাননা ঘটনা উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনে বিশেষ আলোচনার দাবি জানিয়েছিল পাকিস্তান।

মঙ্গলবার (১১ জুলাই) থেকে সেই আলোচনা শুরু হয়েছে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে-এর একটি প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে।

সম্প্রতি সুইডেনে একটি মসজিদের সামনে কোরআন অবমাননা করে বিক্ষোভ করেছে একদল আন্দোলনকারী। অভিযোগ আছে, সুইডেনের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ওই ঘটনায় মুসলিম বিশ্বে রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাকিস্তানসহ মুসলিম বিশ্বের একাধিক দেশ ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। নিন্দনীয় এই ঘটনায় উত্তাল মুসলিম বিশ্ব।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের এই বৈঠকে যোগ দেন।

তিনি বলেন, ''এই ধরনের ঘটনা ইসলামোফোবিয়া, হেট স্পিচ আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্বজুড়ে মানুষে মানুষে ব্যবধান আরও বাড়ছে। সহিংসতা উসকে দেওয়া হচ্ছে।''

বৈঠকে মুসলিম নেতারা বলেন, কোরআন মুসলমানদের কাছে একটি আবেগের বিষয়। কোরআন অবমাননা মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। ফলে এই ধরনের ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়।

বৈঠকে জাতিসংঘের মানবাধিকার সংগঠন ইউএনএইচসিআরের প্রধান ভলকার টার্ক বলেন, ''মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ, ইসলামোফোবিয়া, ইহুদিবিদ্বেষ, খ্রিস্টানদের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। একইভাবে সংখ্যালঘু সম্প্রদায় যেমন-আহামেদি, ইয়াজেদি, বাহাইদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণ অন্যায়। এই সবকিছুই অন্যায় এবং বন্ধ করা প্রয়োজন।''

আলোচনা, শিক্ষা এবং ধর্মীয় আদানপ্রদানের মাধ্যমে হেটস্পিচ বন্ধ করা সম্ভব বলে মনে করেন টার্ক। এর জন্য সমস্ত দেশকে এগিয়ে আসতে হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, কোরআন জ্বালানোর ঘটনা সার্বিকভাবে বিদ্বেষ তৈরি করেছে, সহিংসতার জন্ম দিয়েছে এবং মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে। এ ধরনের ঘটনা অনভিপ্রেত। এসব বন্ধ হওয়া দরকার।

সুইডেনের দক্ষিণপন্থি সরকারও মনে করে কোরআন অবমাননার ঘটনা অনভিপ্রেত। কিন্তু তাদের বক্তব্য, সংবিধান সবাইকে বিক্ষোভ দেখানোর অধিকার দিয়েছে। কোরআন অবমাননা করে যারা বিক্ষোভ করেছেন, তাদেরও সাংবিধানিক অধিকার আছে। সে কারণেই তাদের বাধা দেওয়া হয়নি। তবে মুসলিম বিশ্বের দাবি, এই ঘটনা মুসলিম সমাজের বিশ্বাসের ওপর আঘাত। একেও এক ধরনের ইসলামোফোবিয়া বলা যেতে পারে। এ নিয়ে মুসলিম দেশগুলোর মঞ্চেও আলোচনা হয়েছে।

টার্কও মনে করেন, কোরআন অবমাননার ঘটনা কেবলমাত্র ব্যক্তি অধিকার নয়। ব্যক্তির অধিকার কতদূর পর্যন্ত মেনে নেওয়া হবে এ বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন।

মুসলিম বিশ্বের চাওয়া, কোরআন অবমাননা নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হোক।

আগামী শুক্রবার পর্যন্ত এই বৈঠক চলবে। অন্য দেশগুলোও সেখানে তাদের বক্তব্য জানাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১০

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১১

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

১২

‘বিষাক্ত মদ’ পানে সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীর মৃত্যু

১৩

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

১৪

ঢাকা উত্তর সিটিতে জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েড টিকা মিলবে

১৫

শহীদ জিয়ার মাজার জিয়ারতে খালেদা জিয়া

১৬

জাতীয় পর্যায়ে রানার্স আপ নারী ফুটবল দলকে গণসংবর্ধনা

১৭

দুই বছর আগের মামলায় নতুন করে ‘আসামি’ সাংবাদিক

১৮

বদলির আদেশের ৩ সপ্তাহ পরও অফিস করছেন রাসিক সচিব

১৯

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

২০
X