কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার হুমকিদাতা কারাগারে

হুমকিদাতা অ্যাডেলফো মাকিয়াস। ছবি : এএফপি
হুমকিদাতা অ্যাডেলফো মাকিয়াস। ছবি : এএফপি

কয়েক দিন আাগেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকালে ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাকে হুমকি দেওয়ার অভিযোগে এক গ্যাংয়ের মূলহোতা ও মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে দেশটির একটি হাই সিকিউরিটি জেলে পাঠানো হয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ আগস্ট) ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হুমকিদাতা অ্যাডেলফো মাকিয়াস নামের এক গ্যাং প্রধান ও মাদক সম্রাটকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তাকে শনাক্ত করতে চার হাজার পুলিশের কর্মকর্তারা ও সৈন্যরা অংশ নেয়। তিনি গ্যাংয়ের কাছে ফিতো নামে পরিচিতি ছিলেন। এ ছাড়া তিনি মাদকপাচারের সঙ্গে জড়িত ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রথমে তাকে মাঝারি নিরাপত্তার একটি কারাগারে পাঠানো হয়। পরে ইকুয়েডরের গুয়াইয়াকুলির একটি হাই সিকিউরিটি জেলে পাঠানো হয়েছে।

মাকিয়াসের বিরুদ্ধে মাদকপাচারের অভিযোগে ৩৪ বছরের কারাদণ্ড রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে লস চোনেরসের গ্যাংয়ের নেতৃত্বে হত্যা ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগ রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটারে) জানান, তাকে নাগরিক নিরাপত্তা ও বন্দিদের স্বার্থে হাই সিকিউরিটি জেলে সরিয়ে নেওয়া হয়েছে। ইকুয়েডর শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। কোথাও কোনো অস্থিতিশীলতা দেখা দিলে তা কঠোর হাতে দমন করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) নির্বাচনী প্রচারণাকালে দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও নিহত হন। এ ঘটনায় দেশজুড়ে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো।

এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ল্যাসো জানান, অভিযুক্তদের কারও ছাড় দেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) তিনি বলেন, ‘ফার্নান্দোকে হত্যার ঘটনায় আমি বিস্মিত। আমি তার স্ত্রী ও কন্যাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার ত্যাগ ও অবদানের জন্য আমি নিশ্চিত করে বলতে পারি, অপরাধীদের কেউ পার পাবে না।’

ফার্নান্দোর নির্বাচনী উপদেষ্টা প্যাট্রিকো জুকুইল্যান্ডা এপিকে বলেন, ফার্নান্দোকে হত্যার আগে মাদক পাচারে জড়িত একটি গোষ্ঠী হত্যার হুমকি দিয়ে আসছিল। এর পরপরই একটি রাজনৈতিক সমাবেশে তাকে গুলি করে হত্যা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

পেয়ারা খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে, যা বলছেন পুষ্টিবিদ

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ

গরম পানিতে অজু করলে কি সওয়াব কমে যায়? যা বলছে ইসলাম

ফিরছেন মির্জাপুরের মুন্না ত্রিপাঠি

খেলার অনুষ্ঠানে টাকা দেওয়ায় জামায়াতের প্রার্থীকে শোকজ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে আরেক দেশ

মুন্সীগঞ্জ থেকে শুটার ইয়াসিন গ্রেপ্তার

২৪ ঘণ্টার মধ্যে মুছাব্বিরের খুনিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি : স্বেচ্ছাসেবক দল

১০

ইতিহাস থেকে জামায়াতকে শিক্ষা নেওয়া উচিত : হুম্মাম কাদের 

১১

নবম পে-স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বনিম্ন বেতন যত

১২

হাই তোলার সময় যা করতে বলেছেন নবীজি (সা.)

১৩

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৪

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

১৫

মেডিকেলে চান্স পেয়েও পড়া অনিশ্চিত তিথির

১৬

ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল বাংলাদেশ

১৭

আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ

১৮

হরর সিনেমায় জ্যাজি বিটজ

১৯

রাজধানীতে তীব্র গ্যাসের সংকট কেন, জানাল তিতাস

২০
X