রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন ভেনেজুয়েলার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র মাদকচক্র দমনের নামে একাধিক যুদ্ধজাহাজ ভেনেজুয়েলা উপকূলের কাছে পাঠানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওপেন চ্যালেঞ্জ জানালেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ভেনেজুয়েলা এরই মধ্যে তাদের ক্যারিবীয় উপকূল রক্ষায় যুদ্ধজাহাজ ও নজরদারি ড্রোন মোতায়েন করেছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওবার্তায় জানান, সমুদ্র উপকূলে ড্রোন টহল জোরদার করা হয়েছে। ভেনেজুয়েলাকে রক্ষায় বৃহৎ নৌযান ও ড্রোন পাঠানো হয়েছে দেশের সীমানার উত্তর দিকের জলসীমায়। এর আগে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লাতিন আমেরিকার মাদকচক্র দমনের জন্য তিনটি উভচর যুদ্ধজাহাজ ক্যারিবীয় সাগরে মোতায়েনের ঘোষণা দেয়। এই অভিযানে ২টি যুদ্ধজাহাজ, ১টি গাইডেড মিসাইল ক্রুজার এবং ১টি পারমাণবিক সাবমেরিনসহ ৪ হাজারের বেশি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প সম্প্রতি মাদক চোরাচালানের অভিযোগ এনে মাদুরোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাকে ধরিয়ে দিতে পুরস্কার হিসেবে ২৫ মিলিয়ন ডলার ঘোষণা করা হলেও পরে তা বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার করা হয়। একই সঙ্গে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

তবে মাদুরো ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় মাদক উৎপাদনের কোনো সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেদের দেশে মাদক সংকট সমাধানে ব্যর্থ হয়ে ভেনেজুয়েলার ওপর অন্যায়ভাবে দোষ চাপাচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, পূর্বাঞ্চলে চালানো অভিযানে বেশ কয়েকটি অবৈধ জাহাজঘাঁটি ধ্বংস করা হয়েছে যেখানে অপরাধীরা মাদক পরিবহনের জন্য আধাসাবমেরিন ও নৌকা প্রস্তুত করছিল।

এদিকে, জাতিসংঘে দেওয়া এক চিঠিতে যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতাকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে অভিহিত করেছে ভেনেজুয়েলা। পাশাপাশি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েনকে স্পষ্ট ভয়ভীতি প্রদর্শন হিসেবে উল্লেখ করেছে দেশটি। যে কোনো মূল্যে এই হুমকি প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। বিশ্লেষকরা বলছেন, সরাসরি মার্কিন আগ্রাসন বা হামলার আশঙ্কা কম হলেও এই সামরিক তৎপরতার মাধ্যমে ওয়াশিংটন মাদুরো সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ!

জেন-জির বিক্ষোভে দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

নতুন সরকার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানালে থাকবেন কি না, জানালেন ধর্ম উপদেষ্টা

ভুটান সরকারের ‘পাখিবাড়ি’

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ

আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি প্রার্থী

দুর্ঘটনার কয়েক মাস আগে থেকেই ‘শাহাদাতের’দোয়া পড়ছিলেন জুনায়েদ জামশেদ

বিএনপি নেতাকে দেওয়া মালায় ১০ লাখ টাকার চেক

নতুন ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা জারি, আঘাত হানতে পারে যেসব স্থানে

সিএনজি চালকদের জরুরি নির্দেশনা দিলেন এসএমপি কমিশনার

১০

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ

১১

মুফতি অপহরণ  / আগেই কোনো পক্ষকে দায়ী না করার আহ্বান জিএমপির

১২

বিশেষ একটি প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে কোথায় আছে : মুরাদ

১৩

নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে সরাতে হবে : আমীর খসরু 

১৪

সুবিধাবাদী মহল ইসলামকে নিজেদের মতো উপস্থাপন করতে চাইছে : জমিয়ত

১৫

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সব সিদ্ধান্ত বাতিলের দাবি

১৬

৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক 

১৭

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ২১ দফা দাবি বিএফইউজের 

১৮

প্রভাতফেরী’র সদস্য মরহুমা হাসনেয়ারার স্মরণসভা

১৯

বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী

২০
X