

মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে চরম মাত্রায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। তিনি বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর থেকে ওয়াশিংটনের চাপ ও নির্দেশে ভেনেজুয়েলার সরকার গভীরভাবে বিরক্ত ও ক্লান্ত। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।
সোমবার পুয়ের্তো লা ক্রুজ শহরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে দেলসি রদ্রিগুয়েজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ওয়াশিংটনের আদেশ শুনতে শুনতে ভেনেজুয়েলা আর পারছে না। তার ভাষায়, এখনই সময় ভেনেজুয়েলার রাজনীতি ভেনেজুয়েলানদের হাতেই ছেড়ে দেওয়ার।
তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ মতপার্থক্য ও রাজনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণ নিজেরাই সমাধান করতে সক্ষম। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলেও দাবি করেন তিনি।
চলতি বছরের ৩ জানুয়ারি রাজধানী কারাকাসে একটি সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে এবং সে বিষয়ে বিচার প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেলসি রদ্রিগুয়েজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর আগে তিনি মাদুরোর নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মন্তব্য করুন