কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০১:০৪ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলিদের নিয়ে ব্রিটিশ রানির বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে

রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি : সংগৃহীত
রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি : সংগৃহীত

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন বিশ্বের সবচেয়ে পরিচিত ও সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন। ৭০ বছরের শাসনকালে তিনি ১২০টিরও বেশি দেশ সফর করেছেন।

তবে এই দীর্ঘ রাজত্বেও তিনি কখনো পা রাখেননি ইসরায়েলে। শুধু তাই নয়, রানির শাসনকালে ইসরায়েলি কর্মকর্তারা ব্রিটিশ রাজপ্রাসাদ—বাকিংহাম প্যালেসে প্রবেশের সুযোগও পাননি।

সম্প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি লন্ডনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সারের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠক নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। খবর মিডল ইস্ট মনিটর।

ব্রিটিশ রাজনীতিকদের একটি বড় অংশ বৈঠকটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে এই বিরোধিতার শিকড় কিন্তু অনেক পুরোনো—যার স্পষ্ট প্রতিফলন দেখা যায় রানি দ্বিতীয় এলিজাবেথের সময়েও।

প্রসঙ্গত, ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন একবার প্রকাশ্যে স্বীকার করেন, রানি এলিজাবেথ কখনোই ইসরায়েলকে ভালো চোখে দেখতেন না। হাইফা টেকনিয়ন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘রানি মনে করতেন প্রত্যেক ইসরায়েলি হয় একজন সন্ত্রাসী, নয়তো সন্ত্রাসীর সন্তান।’

তিনি আরও বলেন, রানির শাসনামলে আন্তর্জাতিক কোনো রাষ্ট্রীয় আয়োজনে ছাড়া বাকিংহাম প্যালেসে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতে দেওয়া হতো না।

রানির এমন অবস্থানের পেছনে ঐতিহাসিক ব্যাখ্যাও রয়েছে। ধারণা করা হয়, ১৯৪০-এর দশকে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেটের সময় ইহুদিবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস বিদ্রোহ এবং ব্রিটিশ সেনাদের ওপর হামলার কারণে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব গড়ে ওঠে ব্রিটিশ রাজপরিবারে। এই মনোভাবের ধারক ছিলেন রানি এলিজাবেথ নিজেও।

রিভলিন বলেন, রানি এলিজাবেথ ও আমাদের (ইসরায়েল) মধ্যে সম্পর্ক কিছুটা জটিল ছিল। ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রিভলিন বলেন, তিনি (রানি) আন্তর্জাতিক কোনো রাষ্ট্রীয় আয়োজন ছাড়া প্যালেসের ভেতরে ইসরায়েলি প্রতিনিধিদের ঢুকতে দিতেন না।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর প্রয়াত হন রানি এলিজাবেথ। তার মৃত্যুর পর কনজারভেটিব ফ্রেন্ডস অব ইসরায়েল গ্রুপের অনারারি প্রেসিডেন্ট স্টুয়ার্ট পলক দাবি করেন, ইসরায়েল সফর করতে রাজপরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এমনকি ২০১২ সালে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেৎজ-এর সাবেক প্রধান সম্পাদক ডেভিড লানডাও লিখেছিলেন, যদি রানি ইসরায়েল সফরে যেতে চাইতেন, অথবা রাজপরিবারের কেউ যেতে চাইতেন, তাহলে কেউ তাদের ঠেকাতে পারত না। কিন্তু তারা নিজ থেকেই ইচ্ছা প্রকাশ করেননি।

রানির ইসরায়েলবিরোধী মনোভাবের আরেকটি উদাহরণ ১৯৮৪ সালের জর্ডান সফর। সেখানে অবস্থানকালে ইসরায়েলি যুদ্ধবিমান দখলকৃত পশ্চিম তীরের আকাশসীমায় উড়তে দেখে রানি নাকি বলেছিলেন, তা ছিল এক ভয়ংকর অভিজ্ঞতা।

এত কিছু সত্ত্বেও রানির জনপরিসরে ইসরায়েল বিষয়ে কোনো সরাসরি মন্তব্য খুব বেশি পাওয়া যায় না। তবে পর্দার আড়ালে তার এই কঠোর অবস্থান আজও আলোচনায় উঠে আসে, বিশেষ করে যখন কোনো ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তি ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন বা কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নেন।

বাকিংহাম প্যালেস সবসময়ই ব্রিটিশ রাজনীতির কেন্দ্রবিন্দু। সেখানে ইসরায়েলি কর্মকর্তাদের প্রবেশে নিষেধাজ্ঞা রানির সময় যে কূটনৈতিক বার্তা দিত, সেটি হয়তো অনেকেই সরাসরি বলতেন না, কিন্তু বাস্তবতা হিসেবে স্বীকার করতেন—যেমনটি স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিভলিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

ছুটির ৩ দিনে ঢাকায় টানা সমাবেশ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

১১

নাতনিকে ইভটিজিং, প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

১২

বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

১৩

গাজায় আরও অর্ধশতাধিক নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

১৪

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৫

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ফারুকী

১৬

শেষ হয়েছে দুই মাসের নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত ভোলার জেলেরা

১৭

পাট শ্রমিক দলের সভাপতি হলেন সাঈদ আল নোমান

১৮

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ নেতারা

১৯

৩০ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X