কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল ক্যাম্পে ছাত্রীদের গাড়িচাপা

ঘটনাস্থলের রাস্তা বন্ধ করে অবস্থান নেয় পুলিশ। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলের রাস্তা বন্ধ করে অবস্থান নেয় পুলিশ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয়ের চ্যাথামে আফটার-স্কুল ক্যাম্পে একটি গাড়ি আচমকা ঢুকে পড়ে। গাড়িটির চাপায় ৪ থেকে ১৮ বছর বয়সী চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিএনএনের।

স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে ইলিনয় স্টেট পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। তারা বলেছে, একটি গাড়ি আফটার-স্কুল ক্যাম্পের পূর্ব দিকে প্রবেশ করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশ সেখানে পৌঁছার আগেই ছাত্রীদের চাপা দেয় গাড়িটি।

চ্যাথাম পুলিশ বিভাগের ডেপুটি চিফ স্কট টার্টার এক সংবাদ সম্মেলনে বলেন, গাড়িটি ভবনের পূর্ব দিক দিয়ে প্রবেশ করে বাইরে থাকা বেশ কয়েকজনকে আঘাত করে এবং পশ্চিম দিক দিয়ে বেরিয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে তিনজন বাইরে এবং একজন ভবনের ভেতরে আঘাতপ্রাপ্ত হন। সাঙ্গামন কাউন্টি করোনার জিম অ্যালমনের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, নিহত চারজনই ছাত্রী।

রাজ্য পুলিশ জানায়, বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে একজনকে হেলিকপ্টারে করে স্থানান্তর করা হয়।

ঘটনাস্থলের ভিডিওতে জিমের মতো বড় ভবনের নিচের দিকে ভাঙা দেখা গেছে। বেশ কয়েকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী গাড়ি সেখানে দৃশ্যমান এবং একটি হেলিকপ্টার এলাকার উপর দিয়ে উড়তে দেখা যায়।

রাজ্য পুলিশ জানায়, গাড়িতে একমাত্র চালক ছিলেন। তিনি অক্ষত রয়েছেন এবং তার শারীরিক অবস্থা যাচাইয়ের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরিস্থিতি বা চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হবে কি না সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। সোমবার মধ্যরাত পর্যন্ত সিএনএন কোনো অতিরিক্ত তথ্য জানতে পারেনি।

আফটার-স্কুল ক্যাম্প সাধারণত নিরাপদ, মজাদার ও উদ্দীপক। গ্রীষ্মকালীন ক্যাম্পে শিক্ষার্থীদের বাস্তব বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন করা হয়।

এ বিষয়ে গভর্নর জেবি প্রিটজকার বলেন, তার প্রশাসন এই দুর্ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিহতদের পরিবারের জন্য সমবেদনা। তাদের অকল্পনীয় শোকের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে যেন কোনো অভিভাবক কখনই না পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X