কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মোদির কাছে বিশেষ চিঠি, কী বার্তা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিশেষ চিঠি পাঠানো হয়েছে। কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এ চিঠি দিয়েছেন। এতে তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি বিশেষ চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি। এতে তিনি বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন। একই দাবি জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও আলাদা চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে মল্লিকার্জুন খারগে লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই মুহূর্তে ঐক্য ও সংহতির প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী দল মনে করে, এই নৃশংস হামলার মোকাবিলায় আমাদের সম্মিলিত সদিচ্ছা প্রদর্শনের জন্য যত দ্রুত সম্ভব উভয়কক্ষের একটি বিশেষ অধিবেশন ডাকা উচিত।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার চিঠিতে বলেন, এই সন্ত্রাসী হামলা প্রত্যেক ভারতবাসীকে নাড়া দিয়েছে। এই সংকটকালে ভারতের উচিত ঐক্য প্রদর্শন করা। আমরা চাই, উভয়কক্ষে একটি বিশেষ অধিবেশন ডেকে দেশের প্রতিনিধিরা ঐক্য ও সংকল্পের বার্তা দিন।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই একটি সর্বদলীয় বৈঠক ডেকে বিরোধী নেতাদের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে অবহিত করেছে। কংগ্রেসের দুই শীর্ষ নেতা জানিয়েছেন, সরকারের যেকোনো কৌশলের প্রতি বিরোধীদের পূর্ণ সমর্থন থাকবে।

প্রধানমন্ত্রী মোদি এই হামলার পর ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হামলা শুধু নিরীহ পর্যটকদের বিরুদ্ধে নয়, এটি ভারতের আত্মার ওপর আঘাত। যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর পেছনে রয়েছে, তারা এমন শাস্তি পাবে যা তারা কল্পনাও করতে পারে না।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে হামলার ঘটনায় এরই মধ্যে সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা বন্ধ করেছে। জবাবে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, তারা ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি, এমনকি সিমলা চুক্তিও বাতিল করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে দিল জনতা

ভারতকে নিরাপদ বলছে আইসিসি, মানছে না বাংলাদেশ

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে : ডা. রফিক

বিএনপির প্রার্থীকে শোকজ

রাবি অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

এবার রাজপথে নামলেন ইরানের প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের খবর নিয়ে যা জানা গেল

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

বিএনপিতে যোগ দিলেন জাপা-এনসিপির ৫ শতাধিক নেতাকর্মী

১০

পুলিশ সদস্যকে ‘ছুরি’ দেখিয়ে ২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৪

১১

ইসলামপন্থিদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার, যা বলছেন মুফতি ফয়জুল করীম

১২

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস, ভরি কত?

১৩

ঢাকায় পৌঁছালেন বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

১৪

ইউরোপ থেকে বড় দুঃসংবাদ পেল ইরান

১৫

স্বতন্ত্র প্রার্থীর অনুষ্ঠানে হামলা, খাবার লুট

১৬

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নয়: বিসিবি

১৭

সীমান্তে মসুর ক্ষেতে মিলল পিস্তলসহ তাজা গুলি

১৮

গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

১৯

৪৩ পণ্য ও সেবা রপ্তানি প্রণোদনার মেয়াদ বাড়ল

২০
X