শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রায় চ্যাম্পিয়ন’ না এবার সত্যিই ইউরোপ সেরা হবে আর্সেনাল?

আর্সেনাল ফুটবল দল। ছবি : সংগৃহীত
আর্সেনাল ফুটবল দল। ছবি : সংগৃহীত

লিভারপুলের ৮০’র দশকের এক ফুটবল সুপারস্টার একবার বলেছিলেন, ‘প্রথম মানে প্রথম, দ্বিতীয় মানেই কিছুই না।’ আজও এই লাইনটা একটা দলকে তাড়িয়ে বেড়ায়—আর্সেনাল।

মঙ্গলবার রাতে এমিরেটসে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হচ্ছে আর্সেনাল। প্রতিপক্ষ ফরাসি জায়ান্টরা হলেও, আসল প্রতিপক্ষ হয়তো ভেতরেরই—সেই ‘প্রায়-প্রাপ্তির’ মানসিকতা। যে মানসিকতা আর্সেনালকে পরিণত করেছে ফুটবলের এক প্রায় দলে, যে দল শিরোপা জিতে না কিন্তু কাছে যায়।

মিকেল আর্তেতার অধীনে আর্সেনাল নিঃসন্দেহে বদলেছে। দাপুটে ফুটবল, টেকনিক্যাল স্কিল, আর তারুণ্যের দুর্দান্ত মিশেলে তৈরি হয়েছে নতুন এক ‘গানার বাহিনী’। কিন্তু প্রশ্নটা আসলে এখানেই—এই দলটা কি শুধু ‘ভবিষ্যতের চ্যাম্পিয়ন’ হয়েই থাকবে, নাকি এবারই নাম লেখাবে ইউরোপের সেরা হিসেবে?

গত কয়েক মৌসুমে প্রিমিয়ার লিগে দু'বার শিরোপা হাতছাড়া, ইউরোপা ও লিগ কাপ সেমিফাইনালে হোঁচট—সবই বলে দেয়, সাফল্যের দোরগোড়ায় বারবার পৌঁছে ফিরেছে তারা খালি হাতে।

এই মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-১ অ্যাগ্রিগেট জয়টা আর্সেনালের জন্য একটা বড় বিবৃতি। তারা জানিয়ে দিয়েছে, এখন আর তারা ‘শুধু অংশগ্রহণকারী’ নয়, ট্রফির দাবিদার।

মাইকেল আর্তেতা বলেই দিয়েছেন, ‘এখন সময় জয়ের। এতদূর এসেছি, এখন না জিতলে সেটাই হবে সবচেয়ে বড় ব্যর্থতা।’

তবে জয় মানে কেবল মাঠে প্রতিপক্ষকে হারানো নয়—জয় মানে নিজস্ব ভয় আর অতীত ব্যর্থতাকে জিতিয়ে হারানো।

লিভারপুলও একসময় এমনই ছিল। ইয়র্গেন ক্লপের শুরুর বছরগুলোতে ইউরোপা, লিগ কাপ, এমনকি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও হেরেছিল তারা। কিন্তু ২০১৯ সালে টটেনহ্যামকে হারিয়ে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব পাওয়ার পর খুলে গিয়েছিল ট্রফির ঝাঁপি।

আরেকদিকে, মরিসিও পচেত্তিনোর টটেনহ্যাম? হ্যারি কেইন, সন, এরিকসেনদের স্বর্ণযুগেও তারা ছিল ‘প্রায় জয়ী’—ট্রফিহীন।

বুকায়ো সাকা, ওডেগার্ড, সালিবা, ডেক্লান রাইস—এই তরুণ তারকারা সময়ের অন্যতম সেরা প্রতিভা। কিন্তু প্রতিভা যদি ট্রফি না আনে, ইতিহাসে জায়গা হয় না। আর্সেনাল যদি এবারও না পারে, তাহলে তারা থেকে যাবে শুধুই সেই ‘নির্বাণের প্রহর’-এ আটকে থাকা এক দল হিসেবে।

এই সেমিফাইনাল শুধু ১৮০ মিনিটের লড়াই নয়। এটা এক যুগান্তকারী প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ—আর্সেনাল কি এবার ইতিহাস গড়বে, না কি আরও একবার থেকে যাবে 'প্রায় চ্যাম্পিয়ন'-এর শিরোনামে?

কারণ ফুটবল বলে—প্রথমই সব। দ্বিতীয় মানেই শূন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১০

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১১

জামায়াতের প্রার্থীকে শোকজ

১২

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৩

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৪

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৫

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৬

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৭

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৮

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৯

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

২০
X