মো. ওমর ফারুক, ভোলা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

শেষ হয়েছে দুই মাসের নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত ভোলার জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনা ও তেঁতুলিয়ায় ইলিশ আহরণে নামছেন ভোলার জেলেরা। পুরোনো ছবি
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনা ও তেঁতুলিয়ায় ইলিশ আহরণে নামছেন ভোলার জেলেরা। পুরোনো ছবি

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে মেঘনা ও তেঁতুলিয়ায় ইলিশ আহরণে নামছেন ভোলার জেলেরা। নৌকা ও জাল মেরামত করে এখন নদীতে নামার প্রহর গুনছেন তারা। দীর্ঘ কর্মহীন সময় শেষে জেলেপাড়ায় বইছে আনন্দ-উৎসবের আমেজ।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মার্চ-এপ্রিল দুই মাস ভোলার ইলিশা নদী থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটারসহ মেঘনা ও তেঁতুলিয়ার মোট ১৯০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি ছিল।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তার তথ্য অনুযায়ী, এ বছর নিবন্ধিত প্রায় ১ লাখ ৫৭ হাজার জেলে ও অতিরিক্ত প্রায় ৯০ হাজার জেলে ইলিশ আহরণে অংশ নেবেন। নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসন জেলেদের ওপর সর্বোচ্চ নজরদারি বজায় রেখেছে। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা আহরণের চেষ্টা করায় অনেক অসাধু জেলে জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন।

ভোলা জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, নিষেধাজ্ঞা চলাকালে ৫৪০টি অভিযান ও ৬০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় ৫৪৭৯ লক্ষ মিটার জাল জব্দ করা হয় এবং নিলাম থেকে আয় হয়েছে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকা। এ ছাড়া জাটকা নিধনের অপরাধে ছয় জেলেকে কারাদণ্ড দেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয় ১.৫০ লাখ টাকা।

সরাসরি মাঠ ঘুরে দেখা গেছে, ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার খাল, মাছঘাটসহ বিভিন্ন এলাকায় জেলে পরিবারগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইলিশা ঘাটের জেলে শাহাজল মাঝি বলেন, ‘নিষেধাজ্ঞা মেনে চললেও কিছু অসাধু জেলে নিয়ম ভঙ্গ করে, যার মাশুল দিতে হয় আমাদের।’

দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, ‘এ বছর মেঘনায় জালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ চেষ্টা করা হয়েছে।’

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ‘জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণে সাফল্য এসেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮৫ হাজার মেট্রিক টন উৎপাদন। এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ইলিশ আহরণ হবে বলে আশা করছি।’ সরকারের এ প্রচেষ্টায় অভয়াশ্রমে বেড়ে ওঠা জাটকা ইলিশ এখন বড় হয়ে সাগরে যাওয়ার জন্য প্রস্তুত। জেলেদের প্রত্যাশা, এবারের মৌসুম হবে ফলপ্রসূ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

ইন্দোনেশিয়ায় সিত্রা পারিওয়ারা ফেস্টিভালের ডাক পেলেন বাংলাদেশের আকরম

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, লড়বেন যে আসন থেকে

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ

সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে মহিলা পরিষদের শ্রদ্ধা

১০

একদিনে ‘সুখবর’ পেলেন বিএনপির আরও ১ নেতা

১১

টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস ২০২৬-এর জন্য মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশকে ফোকাস কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে

১২

নামিদামি মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেটের হানা, অতঃপর...

১৩

মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী

১৪

টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে : সাইফুল হক

১৫

গ্রি গ্লোবাল বাংলাদেশ পার্টনার’স মিট-২০২৬ সম্পন্ন

১৬

বিএনপি নেতা সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন, সেলিমুজ্জামানের শোক

১৭

গাছে ঝুলছিল নিখোঁজ শিশুর লাশ, পরনের প্যান্ট দিয়ে ঢাকা মুখ

১৮

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

১৯

পাকা চুল কি সত্যিই ক্যানসার থেকে বাঁচায়? যা বলছে গবেষণা

২০
X