কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৫:১৩ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:১৭ এএম
অনলাইন সংস্করণ

সমালোচনার মুখে যুক্তরাজ্যের মন্ত্রীর পদ ছাড়লেন রুশনারা আলী

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ছবি: সংগৃহীত
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন একটি টাউনহাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়ানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। খবর বিবিসির।

রুশনারা আলী যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। ২০১০ সাল থেকে টানা টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে নির্বাচিত হচ্ছেন তিনি। গত বছরের নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হয়ে পঞ্চমবারের মতো জয়ী হন। এরপর লেবার পার্টি সরকার গঠনের পর তাকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি বা ‘হোমলেসনেস মিনিস্টার’ পদে নিয়োগ দেওয়া হয়। এটি ছিল তার প্রথম কোনো মন্ত্রিত্বের দায়িত্ব।

এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তার মালিকানাধীন বো এলাকার একটি বাড়িতে চারজন ভাড়াটে ৩ হাজার ৩০০ পাউন্ড মাসিক ভাড়ায় বসবাস করছিলেন। চুক্তির মেয়াদ শেষে গত নভেম্বর মাসে চার মাসের নোটিশ দিয়ে তাদের বাড়ি ছাড়তে বলা হয়। পরে ওই বাড়িটি পুনরায় ৪ হাজার পাউন্ড ভাড়ায় বাজারে তোলা হয়। গৃহহীনদের সুরক্ষা ও ভাড়াটে অধিকার রক্ষার দায়িত্বে থাকা একজন মন্ত্রীর পক্ষ থেকে এমন পদক্ষেপ জনমনে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

পদত্যাগপত্রে রুশনারা লিখেছেন, ‘সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজের পথে আমার অবস্থান যেন বিভ্রান্তির কারণ না হয়, সে জন্য আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’ অথচ সাম্প্রতিক সময়ে তিনিই বেসরকারি বাড়িওয়ালাদের ভাড়াটে শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ‘অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে ক্ষমতাবান’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ভাড়াটেদের একজন লরা জ্যাকসন স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘এটা একপ্রকার চরম শোষণ। এত ভাড়া আদায় করার চেষ্টা রীতিমতো হাস্যকর।’ রুশনারা অবশ্য দাবি করেছেন, ভাড়াটেরা চুক্তির পূর্ণ মেয়াদ বসবাস করেছেন এবং চাইলে থাকতে পারতেন, তবে তারা নিজেরাই চলে যান।

তবে ভাড়াটে অধিকার সংগঠন অ্যাকর্ন ও রেন্টার্স রিফর্ম কোয়ালিশন তার পদত্যাগ দাবি করে। অ্যাকর্নের কর্মকর্তা অ্যানি কুলাম বলেন, ‘তার কর্মকাণ্ড রেন্টার্স রাইটস বিলের উদ্দেশ্যের পরিপূর্ণ বিরোধী।’ উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রুশনারা নিজেই ওই বিলের পক্ষে ভোট দিয়েছিলেন, যেখানে বলা হয়—কোনো মালিক ভাড়াটেকে উচ্ছেদ করার পর ছয় মাসের মধ্যে সেই বাড়ি বেশি দামে ভাড়া দিতে পারবেন না।

বিরোধী কনজারভেটিভ পার্টির শ্যাডো হাউজিং সেক্রেটারি জেমস ক্লেভারলি এ ঘটনাকে ‘চরম ভণ্ডামির উদাহরণ’ আখ্যা দিয়ে বলেন, ‘এমন একজনকে গৃহহীনবিষয়ক দায়িত্বে রাখা যায় না।’ গ্রিন পার্টিও সমালোচনা করে জানায়, এ ঘটনা প্রমাণ করেছে ভাড়া নিয়ন্ত্রণ ও দোষ ছাড়া উচ্ছেদ নিষিদ্ধ করার মতো কঠোর আইন প্রয়োজন।

সিলেটে জন্ম নেওয়া রুশনারা আলী মাত্র সাত বছর বয়সে পরিবারসহ যুক্তরাজ্যে চলে আসেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে নায়িকার কারণে ১৮ বছর ধরে কথা বলেন না রাম ও আল্লু

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ : ডা. রফিক

ময়মনসিংহ ও শেরপুরে স্কুল শিক্ষার্থীদের জন্য বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষ, নিহত ১

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন মেহেরপুরের সেই সিনিয়র সহকারী জজ

টক পালংশাকের উপকারিতা জানলে খাবেন প্রতিদিন

ভারতে পতিতাবৃত্তি চক্রের হাতে পাচার বাংলাদেশি শিশু

আইনজীবীদের হট্টগোল / ‘বিচার বিভাগকে ধ্বংস করে তারা এখন মায়া কান্না দেখাতে এসেছেন’

এক মসজিদে ৩৩ বছর, ফুলসজ্জিত গাড়িতে ইমামের বিদায়

১০

ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরানের নতুন কৌশল

১১

ফ্রিজে রাখা ময়দা কি আসলেই বিষ? জানুন পুষ্টিবিদের বক্তব্য

১২

কেবিনে অতিরিক্ত তাপমাত্রা, ২০ মিনিট উড়েই ঢাকায় ফিরল ফ্লাইট

১৩

কাকে ভোট দেবেন, সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশের বেশি মানুষ : জরিপ

১৪

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৫

সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবিতে আলটিমেটাম

১৬

চলন্ত বাইকে নিয়ে যাচ্ছিলেন নারীর মরদেহ, অতঃপর...

১৭

৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি

১৮

গণধোলাই দিয়ে ‘গামছা মোস্তফা’কে পুলিশে দিল জনতা

১৯

‘জিরো রিটার্ন’ জমা দিলে শাস্তি, কী বলছে আইন

২০
X