কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১০:৩৭ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর হামলার সেই মুহূর্তের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হঠাৎ হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। বক্তব্যের একপর্যায়ে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। খুব কাছে থেকে গুলি ছোড়া হলেও প্রাণে বেঁচে গেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণায় পেনসিলভানিয়ার বাটলারে হাজির হয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেখানে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় সমাবেশে আসা একজন সমর্থক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। পরে নিরাপত্তা বাহিনীর হামলায় আততায়ী হামলাকারী নিহত হয়েছেন। কীভাবে ট্রাম্পের ওপর হামলা চালানো হয়, সেখানে কী ঘটেছিল প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তা উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে রিকো এলমোর নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, শনিবারের ওই হামলার পর তিনি ব্যারিকেড টপকে এক ব্যক্তিকে সেবা দিতে থাকেন। হামলার পর ওই ব্যক্তির শরীর থেকে রক্ত বের হচ্ছিল। পরে যখন তিনি সেখান থেকে সরে আসেন, তখনও তার সাদা শার্টে রক্ত লেগেছিল। রিকো জানান, তিনি ভুক্তভোগী ব্যক্তিকে চিনতেন না বলেও জানান।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র ও একজন পুলিশের কর্মকর্তা জানান, একটি ভবনের ছাদের ওপর থেকে হামলা চালানো হয়। ওই ভবনটি সমাবেশস্থলের ঠিক বাইরে ছিল। সূত্র জানায়, হামলার পরপরই ভবনটিতে ব্যাপক পরিমাণ পুলিশের উপস্থিতির কথা জানায় সিএনএন। ট্রাম্প যে পজিশনে দাঁড়িয়ে কথা বলছিলেন, সেই অবস্থান থেকে ভবনটি তার ডান দিকে ছিল।

সমাবেশস্থলে সামনের সারিতে বসেছিলেন সিনেটে রিপাবলিকান প্রার্থী ডেভ ম্যাককরমিক। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের ওপর তাৎক্ষণিক হামলা’ হতে দেখেছি। তার পেছনে এক ব্যক্তি গুরুতর আহত হয়। এই রাজনীতিবিদ বলেন, ট্রাম্প একটু আগেই আমার নাম ঘোষণা করেন। তিনি আমাকে মঞ্চে ওঠার আহ্বান জানান। এর প্রায় এক মিনিট পর ‘সাত থেকে আটটি’ গুলির শব্দ শুনতে পাই। সিক্রেট সার্ভিস তাৎক্ষণিক ট্রাম্পকে ঘিরে ধরে বলেও জানান তিনি।

জোসেফ মেয়ন নামে একজনের পাশেই এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি সিএনএনকে জানান, খুবই চমকে ওঠার মতো ঘটনা। অনেকেই ভেবেছিল আতশবাজি হচ্ছে। কিন্তু আমি তখনই বুঝেছিলাম এটা বন্দুকের গুলির শব্দ। মেয়ন পেশায় একজন সার্জন। তিনি জানান, আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সাহায্য করেন তিনি। মেয়নের ভাষায়, মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে সাতটি গুলির শব্দ শুনতে পান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ৩০ সম্মেলনে আলোচনায় কী থাকছে

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ

সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ মেলাতে বাংলাদেশের সামনে যত সিরিজ

এ ঘৃণ্য কাজটি যারা করেছেন, নিজেদের বিবেককে প্রশ্ন করুন : রিপন মিয়া

তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখালেন ছাত্রদল নেতা তারিক

নিয়মিত ব্লাড প্রেশার মাপা শুরু করবেন কখন থেকে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

নাশকতার মামলা / মির্জা আব্বাস-রিজভীসহ ১৬৭ নেতাকর্মীকে অব্যাহতি 

সিনেমায় বাঙালিয়ানা কোথায়: রঞ্জিত মল্লিক

১০

দেশে কতবার গণভোট হয়েছে, কেমন ছিল ফলাফল

১১

ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেবে ইসরায়েল

১২

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

১৩

প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কি না জানালেন প্রেস সচিব

১৪

আগামী সংসদের ওপর পিআর ইস্যু ছেড়ে দিতে বললেন মির্জা ফখরুল

১৫

দাবি মিজানুর রহমানের / বরিশালের হয়ে বিপিএল খেলবেন তামিম!

১৬

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, কিস্তির গ্যাঁড়াকলে জেলেরা দিশেহারা

১৭

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

১৮

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও এক দেশ

১৯

দরিয়া-ই-নূর যেভাবে বাংলাদেশে

২০
X