কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১০:৩৭ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর হামলার সেই মুহূর্তের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হঠাৎ হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। বক্তব্যের একপর্যায়ে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। খুব কাছে থেকে গুলি ছোড়া হলেও প্রাণে বেঁচে গেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণায় পেনসিলভানিয়ার বাটলারে হাজির হয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেখানে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় সমাবেশে আসা একজন সমর্থক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। পরে নিরাপত্তা বাহিনীর হামলায় আততায়ী হামলাকারী নিহত হয়েছেন। কীভাবে ট্রাম্পের ওপর হামলা চালানো হয়, সেখানে কী ঘটেছিল প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তা উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে রিকো এলমোর নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, শনিবারের ওই হামলার পর তিনি ব্যারিকেড টপকে এক ব্যক্তিকে সেবা দিতে থাকেন। হামলার পর ওই ব্যক্তির শরীর থেকে রক্ত বের হচ্ছিল। পরে যখন তিনি সেখান থেকে সরে আসেন, তখনও তার সাদা শার্টে রক্ত লেগেছিল। রিকো জানান, তিনি ভুক্তভোগী ব্যক্তিকে চিনতেন না বলেও জানান।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র ও একজন পুলিশের কর্মকর্তা জানান, একটি ভবনের ছাদের ওপর থেকে হামলা চালানো হয়। ওই ভবনটি সমাবেশস্থলের ঠিক বাইরে ছিল। সূত্র জানায়, হামলার পরপরই ভবনটিতে ব্যাপক পরিমাণ পুলিশের উপস্থিতির কথা জানায় সিএনএন। ট্রাম্প যে পজিশনে দাঁড়িয়ে কথা বলছিলেন, সেই অবস্থান থেকে ভবনটি তার ডান দিকে ছিল।

সমাবেশস্থলে সামনের সারিতে বসেছিলেন সিনেটে রিপাবলিকান প্রার্থী ডেভ ম্যাককরমিক। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের ওপর তাৎক্ষণিক হামলা’ হতে দেখেছি। তার পেছনে এক ব্যক্তি গুরুতর আহত হয়। এই রাজনীতিবিদ বলেন, ট্রাম্প একটু আগেই আমার নাম ঘোষণা করেন। তিনি আমাকে মঞ্চে ওঠার আহ্বান জানান। এর প্রায় এক মিনিট পর ‘সাত থেকে আটটি’ গুলির শব্দ শুনতে পাই। সিক্রেট সার্ভিস তাৎক্ষণিক ট্রাম্পকে ঘিরে ধরে বলেও জানান তিনি।

জোসেফ মেয়ন নামে একজনের পাশেই এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি সিএনএনকে জানান, খুবই চমকে ওঠার মতো ঘটনা। অনেকেই ভেবেছিল আতশবাজি হচ্ছে। কিন্তু আমি তখনই বুঝেছিলাম এটা বন্দুকের গুলির শব্দ। মেয়ন পেশায় একজন সার্জন। তিনি জানান, আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সাহায্য করেন তিনি। মেয়নের ভাষায়, মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে সাতটি গুলির শব্দ শুনতে পান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ১৫ নেতাকর্মী

গাজা ইস্যুতে ফ্রান্সকে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বিএসআরএম কারখানায় বিস্ফোরণ

রাজধানীতে আজ কোথায় কী

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

নিহত র‍্যাব সদস্য মোতালেবের দাফন সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

বিএনপিতে যোগ দিলেন উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতিসহ ১২ নেতাকর্মী

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মাদ্রাসা ও এতিমখানায় জেডআরএফের শীতবস্ত্র বিতরণ

১০

ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে : শেখ বাবলু

১১

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

১২

চ্যাম্পিয়নস লিগেই ঘা শুকলো রিয়ালের

১৩

নির্বাচিত সরকারই রাজনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি: রবিউল

১৪

ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে বৈঠক / দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি

১৫

আর্কটিক ঠান্ডায় চ্যাম্পিয়ন্স লিগে ধরাশায়ী ম্যানসিটি

১৬

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

১৭

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

১৮

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

১৯

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

২০
X