যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে শত শত বাড়িঘর এবং এলাকা পুড়ে নিঃশেষ হয়ে গেছে। দাবানলের কারণে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, রাজ্যজুড়ে ব্যাপকহারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি ছিটানো হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সকালে এক প্রতিবেদনে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে হারিকেন ঝড়ের প্রভাবে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে দ্বীপটির ঐতিহাসিক লাহায়নিয়া শহর বিধ্বস্ত হয়ে গেছে।
হাওয়াই রাজ্যের সিনেটর ব্রিয়ান স্কার্টজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দাবানলে লাহায়নিয়ার প্রায় সব পুড়ে নিঃশেষ হয়ে গেছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনের তীব্রতা থেকে বাঁচতে অনেকেই সাগরে লাফ দিয়েছেন। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। কোস্ট গার্ড জানিয়েছে, তারা বেশ কয়েকজনকে পানি থেকে উদ্ধার করেছে।
মাউই রাজ্যের মেয়র রিচার্ড বিসেন এক সংবাদ সম্মেলনে জানান, দাবানলে অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
চুশি লোভিট নামের স্থানীয় এক বাসিন্দা জানান, দাবানলে বন্দরে থাকা সব নৌকা পুড়ে গেছে। তিনি বলেন, মনে হচ্ছে সিনেমার মতো সব নিঃশেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এটা যুদ্ধ সিনেমা।
কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এতে হাজার হাজার মানুষ নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। দ্বীপটিতে এখনো তিনটি দাবানল সক্রিয় রয়েছে। এগুলো এখনো নিয়ন্ত্রণে আসেনি।
প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে ফেডারেল সরকার সহায়তা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন