গত সেপ্টেম্বরে বিস্ফোরণে রাশিয়ার নর্ড স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। আর ইউক্রেন এ দুটি গ্যাস পাইপলাইনে হামলা করবে—এ তথ্য হামলার তিন মাস আগেই পেয়েছিল যুক্তরাষ্ট্র। অনলাইনে ফাঁস হওয়া তথ্যের বরাতে মঙ্গলবার (৬ জুন) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়, গত জুনে ইউরোপীয় এক গোয়েন্দা সংস্থার মাধ্যমে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানতে পারে, ইউক্রেনের বিশেষ অপারেশন বাহিনীর ছয় সদস্যের একটি দল গ্যাসের পাইপলাইন দুটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ডেনমার্ক উপকূলের বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া এ দুটি গ্যাস পাইপলাইন দিয়ে প্রধানত ইউরোপে গ্যাস সরবরাহ করে রাশিয়া।
গোয়েন্দা প্রতিবেদনটি ইউক্রেনের এক ব্যক্তির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। আর এ তথ্য ২০২২ সালে জুনেই সিআইএ জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে বিনিময় করে। ওয়াশিংটন পোস্ট আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনটি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম ডিসকর্ডে ফাঁস করা হয়। এ অভিযোগে গত এপ্রিলে এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য জ্যাক টেক্সেরাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যুক্তরাষ্ট্রের সংবেদনশীল নথি ফাঁস করার। আর টেক্সেরার এক অনলাইন বন্ধুর কাছ থেকে এ প্রতিবেদনের একটি অনুলিপি পেয়েছে ওয়াশিংটন পোস্ট। ফাঁস হওয়া তথ্যের সত্যতা একাধিক দেশের কর্মকর্তা নিশ্চিত করেছেন বলেও জানায় সংবাদমাধ্যমটি।
এ প্রতিবেদন নিয়ে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সিআইএ।
২০২২ সালের সেপ্টেম্বরে সাগরের তলদেশে বেশ কয়েকটি বিস্ফোরণের কারণে রাশিয়ার নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনে অস্বাভাবিক ফাটল বা ছিদ্র দেখা দেয়। সুইডেন ও ডেনমার্কের অর্থনৈতিক অঞ্চলে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলাকে ওয়াশিংটন ও ন্যাটো জোট ‘নাশকতা’ বললেও এ জন্য পশ্চিমাদের দোষারোপ করেছে মস্কো। তবে এ ঘটনায় কারা জড়িত, তা বের করতে সুইডেন, ডেনমার্ক ও জার্মানি তদন্ত করছে।
মন্তব্য করুন