কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কির পর সৌদি যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর সৌদি আরবে যাচ্ছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা নিয়ে আলোচনা করতেই তার এই সফর বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

রোববার (৯ মার্চ) রাতে স্থানীয় সময় ৮টার দিকে তিনি জেদ্দার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মিয়ামির হোমস্টেড বিমান ঘাঁটি ত্যাগ করেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, রুবিওর এই সফর মার্কিন পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সৌদি সফরে তিনি দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক কৌশল বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, জেদ্দায় তিন দিনের আলোচনায় রুবিও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানের কৌশল এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে সৌদি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দেন যে তিনি আলোচনায় অংশ নিতে সৌদি আরবে যাচ্ছেন। ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফও এই আলোচনায় যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন।

রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি, সৌদি আরবে আমাদের আলোচনার ভালো ফলাফল আসবে। আমাদের বেশ কিছু দক্ষ কূটনীতিক সেখানে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে, ইউক্রেন এবং রাশিয়া উভয়ই বড় কিছু করতে যাচ্ছে। এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কিছু ঘটতে পারে, আমি আশাবাদী।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধের ঘোষণা দেন। ওই বৈঠকে তুমুল বিতর্কের পর জেলেনস্কি খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর না করেই চলে যান। পরবর্তীতে তিনি ট্রাম্পকে একটি সমঝোতার প্রস্তাব পাঠান, যা ট্রাম্প কংগ্রেসে তার ভাষণে পড়ে শোনান।

রাশিয়া ও ইউক্রেন-বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলগ বৃহস্পতিবার (৬ মার্চ) বলেন, যদি জেলেনস্কি চুক্তিতে স্বাক্ষর করেন, তাহলে আমি ইউক্রেনকে পুনরায় সহায়তা চালুর পক্ষে সমর্থন জানাবো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের ওপর নির্ভর করবে।

সৌদি আরব সফর শেষে মার্কো রুবিও কানাডায় গ্রুপ অফ সেভেন (জি-৭) বৈঠকে যোগ দেবেন। ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর কানাডার সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছিল। রুবিও হচ্ছেন প্রথম উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তা, যিনি ট্রাম্প প্রশাসনে থেকে কানাডা সফরে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, একজন নেন আমার : মির্জা আব্বাস

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না : জামায়াত আমির

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি : আসিফ মাহমুদ

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত

কোনো ট্রিটমেন্ট ছাড়াই ত্বক উজ্জ্বল রাখতে যা খাবেন

ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল যুক্তরাষ্ট্র

রংপুরের জনসভায় তারেক রহমান

হজযাত্রীদের নিয়ে নতুন বার্তা দিল ধর্ম মন্ত্রণালয়

১০

এবারের ভোটের সুযোগ একটি ‘মুক্তির বার্তা’ : সেলিমা রহমান

১১

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

ড. কামরুজ্জামান মিলন আইপিসিসি মেথডোলজি রিপোর্টের প্রধান লেখক নির্বাচিত

১৩

রাজধানীর আবাসিক ভবনে ভয়াবহ আগুন

১৪

ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ

১৫

গরম চা খেতে খেতে ধূমপান করছেন? নীরবে যে ক্ষতি ডেকে আনছেন

১৬

প্রস্রাবের দুর্গন্ধের কারণ, সম্ভাব্য সমস্যা ও প্রতিকার

১৭

ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ / ৪৭ শতাংশ মানুষ মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন

১৮

দ্বিতীয় বিভাগে নেই সুপার লিগ

১৯

নিখোঁজের ৩ ঘণ্টা পর শাকসু হল প্রার্থীর লাশ উদ্ধার

২০
X