৬ মাস ধরে একটি গ্রামে বিভিন্ন বাড়িঘরসহ আসবাবপত্রে অলৌকিকভাবে আগুন ধরছে। এমন ঘটনায় আতঙ্কে দিন পার করছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী গ্রামে। ভুক্তভোগী ও গ্রামবাসীদের দাবি, ভারত থেকে জ্বিন এসে বাড়িঘরগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে।
ভুক্তভোগী নুর নাহার, মাহফুজুল হক, রুহুল ইসলাম ও স্থানীয় মহসিনসহ অনেকেই কালবেলাকে বলেন, প্রতিদিন অলৌকিকভাবে ৩-৪ বার আগুন ধরছে বাড়ির বিভিন্ন স্থানে। আগুন ধরছে কখনো বসতঘরে আবার কখনো রান্নাঘরে, এ ছাড়া ঘরের বেড়া এবং গো খাদ্যের পালায়।
গত ৬ মাস ধরে এভাবে আগুন লাগছে বাড়িঘরগুলোতে এবং সেই আগুন দেখতে প্রতিনিয়িত ভিড় করছেন এলাকার লোকজন। ইতোমধ্যে ওই ভুক্তভোগী পরিবারের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন আগুনে পুড়ে মারা যাওয়ার ভয়ে মাঝেমধ্যে শয়ন ঘরের বাইরে রাত কাটান ওই পরিবারগুলো।
এদিকে এই আগুন লাগার ঘটনার রহস্য উদঘাটন করার জন্য স্থানীয় প্রশাসনসহ ফায়ার সার্ভিস মাঠে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, আগুন লাগার ঘটনার প্রকৃত কারণ জানার জন্য সেখানে আমরা পাহারা দিই। পাহারারত অবস্থায়ও সেখানে আগুন লেগে যায়। কিন্তু আশপাশে কোনো লোকজন দেখতে পাইনি। এমতাবস্থায় স্থানীয় কবিরাজ এসে বলেন, এটি জিনের কাজ। তারা ঝাড়ফুঁক ও বাড়ি বন্ধ করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও আগুন লাগা অব্যাহত রয়েছে।
রৌমারী কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল হালিম বলেন, আগুনের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আমরা কোনো আগুন দেখতে পাইনি। কিন্তু পরিবারের লোকজন এবং গ্রামবাসী জানায়- অলৌকিকভাবে আগুন লেগে যায়। এ বিষয়ে আমরা তদন্ত করছি, প্রকৃত ঘটনা তদন্তের পর জানা যাবে।
মন্তব্য করুন