কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৯:১২ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তারের পর ছাড়া পেলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এপি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এপি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে আত্নসমার্পণ করেছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জর্জিয়ার ফুল্টন কাউন্টি কোর্টে আত্মসমার্পণের পর আদালত তাকে গ্রেপ্তার করেন। তবে এর কিছুক্ষণ পরই তিনি জামিন পেয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গত সোমবার (২১ আগস্ট) তিনি আত্মসমার্পণের ঘোষণা দেন ট্রাম্প। এ সময় গ্রেপ্তার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আদালত ট্রাম্পের আঙ্গুলের ছাপ ও মাগশট নিয়ে রেখেছে। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে প্রথম ট্রাম্পেরই মাগশট ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, আদালতে গ্রেপ্তারের পর মুচলেকা দিয়ে জামিন পান ট্রাম্প। তার মুচেলেকার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ডলার। এরপর তিনি জামিন পান। তবে আদালতে তাকে আবেদন করে পরবর্তী শুনানিতে হাজির হতে বলা হয়েছে। এর আগে ট্রাম্প চলতি বছরের এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটনে গ্রেপ্তার হয়েছিলেন।

আদালতে জামিন পেয়ে জর্জিয়া ফিরে যান ট্রাম্প। এ সময় তিনি এ প্রক্রিয়াকে ‘বিচারিক প্রতারণা’ বলে মন্তব্য করেন। এর আগে তিনি জর্জিয়ার এ মামলাকে নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিক উদ্দেশে প্রণোদিত বলে মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়ায় মামলা হয়। মামলায় তাকেসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি বোর্ড ৪১টি অভিযোগপত্র ইস্যু করে। এটি চলতি বছরে ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামালা। তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ট্রাম্প।

মামলায় অভিযুক্তদের মধ্যে ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি, হোয়াইট হাইজের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান ও সাবেক বিচার বিভাগের কর্মকর্তা জেফরি ক্লার্ক রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সম্মিলিতভাবে জেনে শুনে ও ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।

ফুল্টন কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি ফানি উইলিস জানান, এ মামলায় ট্রাম্পসহ বাকিদের আগামী ১৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগের পরবর্তী কার্যক্রমের অংশ হচ্ছে বিচারকরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি তাদের আগামী ২৫ আগস্টের পর্যন্ত আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি।

এর আগে, গত ১ আগস্ট ট্রাম্পকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় অভিযুক্ত করা হয়। এরপর এই মামলায় ৩ আগস্ট বিকেলে রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হেক্সাগার্ড রোভার’ উদ্ভাবক জিহাদের পাশে বিএনপি

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ

যে কারণে পেছাল ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান

সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন সভাপতি তছলিম, সম্পাদক ফেরদৌস

সামাজিক অনুষ্ঠানে সাইক্লোন সেল্টার ব্যবহার করা যাবে : উপদেষ্টা ফারুক-ই আজম

স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে : অতিরিক্ত সচিব সালাম

উল্টে যাওয়া ইঞ্জিন উদ্ধারে গিয়ে লাইনচ্যুত হলো রিলিফ ট্রেন

জকসু বিষয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক

জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা জীবন দেয়নি : সারজিস

১০

মেসিকে না খেলানোর ব্যাখ্যা দিলেন স্কালোনি

১১

এনপিবি নিউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

১২

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু

১৩

বাবা হারালেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা প্রিন্স

১৪

সেই মেজর জেনারেল কবিরের বিষয়ে যে তথ্য দিল সেনাসদর

১৫

আবাসিক হোটেলে প্রেমিকাকে ধর্ষণে মৃত্যু, গ্রেপ্তার ২

১৬

মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার দাবি জাকসুর

১৭

আবুধাবিতে বাংলাদেশের বোলিং তোপে চাপে আফগানিস্তান

১৮

বিএনপি সরকারে এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় ব্যয় করবে : শামা ওবায়েদ

১৯

সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল উন্মোচন করল উত্তর কোরিয়া

২০
X