কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১২:২৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের মেয়র পদে মুসলিম নেতাকেই বেছে নিল ডেমোক্র্যাটরা

জোহরান মামদানি। ছবি : সংগৃহীত
জোহরান মামদানি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হতে চলেছেন জোহরান মামদানি। ভোটের মাঠে জয় পেলে তিনিই হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র। ৩৩ বছর বয়সী ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী জোহরান মামদানির দলের প্রার্থিতা বাছাইয়ে জয় পাওয়াকে ঐতিহাসিক বলছেন রাজনীতি বিশ্লেষকরা। মামদানির ব্যাপক জনপ্রিয়তা থাকায় ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জন্যও বড় দুঃসংবাদ এটি। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার পথে প্রথম বাধা অতিক্রম করেছেন জোহরান। মঙ্গলবার (২৪ জুন) রাতে তিনি নিজেকে দলের প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করেন। তবে চূড়ান্ত ফল জানতে কয়েক দিন লাগতে পারে। কিন্তু প্রাথমিক ফল তার পক্ষে যাওয়ায় দৈব কিছু না ঘটলে তিনিই মেয়র পদে ডেমোক্র্যাটদের প্রার্থিতা করবেন।

ভোট গ্রহণের এক সপ্তাহ আগেও সাবেক মেয়র অ্যান্ড্রু কুওমো ব্যাপক ফেভারিট ছিলেন। কিন্তু প্রগতিশীল এই তরুণ প্রার্থীর পক্ষে উল্লেখযোগ্য ভোট পড়ার পর তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

মঙ্গলবার রাতে বক্তৃতা দিতে গিয়ে কুওমো বলেন, তিনি মামদানিকে ফোন করে ‘অভিনন্দন’ জানিয়েছেন।

কুওমো বলেন, ‘তিনি একটি দুর্দান্ত প্রচারণা গড়ে তুলেছেন এবং তরুণদের স্পর্শ করেছেন। তাদের উৎসাহিত করেছেন, প্রভাবিত করেছেন এবং দলের প্রার্থী বাছাইয়ে ভোট দিতে বেরিয়ে আসতে অনুপ্রাণিত করেছেন। আমি তার প্রচেষ্টার জন্য আন্তরিকভাবে প্রশংসা করি। মামদানি সত্যিই স্মার্ট, ভালো এবং প্রভাবশালী প্রচারণা চালিয়েছেন। আজ রাত তার রাত। তিনি এটি প্রাপ্য। তিনি জিতেছেন।’

এদিকে সমর্থকদের উদ্দেশে এক বক্তৃতায় মামদানি বলেন, ‘আজ রাতে, আমরা ইতিহাস তৈরি করেছি। আমি নিউইয়র্ক সিটির মেয়র পদে আপনাদের ডেমোক্র্যাটিক প্রার্থী হবো।’

সর্বশেষ নির্বাচনী ফল অনুযায়ী, ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ে প্রাইমারির প্রথম রাউন্ডে ৯৩ শতাংশ ভোট গণনার পর মামদানি ৪৩.৫ শতাংশ ভোট পেয়েছেন। কুওমো পেয়েছেন ৩৬.৪ শতাংশ।

নিউইয়র্ক সিটি একটি র‍্যাঙ্কড-চয়েস ভোটিং সিস্টেম ব্যবহার করে। যেহেতু কোনো প্রার্থীই সম্ভবত ৫০ শতাংশ ভোটে পৌঁছাবেন না, তাই নির্বাচন বোর্ড এখন ভোটারদের দ্বিতীয় পছন্দের প্রার্থীদের গণনা করবে। এই গণনায় কুওমোর চেয়ে মামদানি বেশি ভোট পাবেন বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে।

মামদানির এই উত্থান দেশজুড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী অন্য প্রগতিশীলদের আশা জাগাবে। কারণ, কুওমোর পেছনে বিল ক্লিনটনের মতো প্রভাবশালীরা অর্থ ঢালেন। কিন্তু মামদানির জনপ্রিয়তা বিশেষ করে তরুণদের মধ্যে তৃণমূল সমর্থনের জোয়ার সব পূর্বাভাস ম্লান করে দেয়।

মামদানি বলেন, এটি একটি ঐতিহাসিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা ছিল। আমি আশা করি, আমি নিজেকে আরেকবার প্রমাণ করতে পারব। জয় পেলে আমি আপনাদের মেয়র হবো। আমি প্রতিজন নিউইয়র্কবাসীর মেয়র হবো। আপনি আমাকে ভোট দিন বা গভর্নর কুওমোকে ভোট দিন বা দীর্ঘদিনের রাজনৈতিক ব্যবস্থায় হতাশ হয়ে কাউকে ভোট না দিন, আমি সবাইকে নিয়ে পথ চলব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের জন্যই ভারতীয় সিনেমা ছাড়লেন তিশা

ফিলিপাইনে ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় সুনামি শুরু

মাছ ধরতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত

স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন

টুইঙ্কেল আমার সঙ্গে কাজ করতে চাইত না: অক্ষয়

ফোন ভালো রাখতে কতদিন পরপর রিস্টার্ট করবেন, জেনে নিন

ভাঙা সড়কে মাছ ছাড়লেন হাসনাত আব্দুল্লাহ

আজকের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

রক্তের শর্করা মাপবেন কখন, ঘুম থেকে উঠেই নাকি প্রাতরাশের পর?

চট্টগ্রাম বন্দরে সভা-সমাবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা

১০

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

১১

এনআইডি পেয়ে সেই জসিম বললেন, ‘অবিস্মরণীয় মুহূর্ত’

১২

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিলেন পরিচালক

১৩

স্বামীসহ ২ ডজন মামলার আসামি শিপরা গ্রেপ্তার

১৪

জানা গেল শহিদুল আলমের সবশেষ অবস্থা

১৫

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

১৬

জুমার দিন যে সময়ে দোয়া করলে আল্লাহ মনের চাহিদা পূরণ করেন

১৭

শেরপুরে স্কুল মাঠে মেলার আয়োজন, ক্ষোভে ফুঁসছেন তরুণরা 

১৮

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ উদ্যোক্তা

১৯

ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা 

২০
X