যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রাভার্স সিটিতে ওয়ালমার্টের একটি দোকানে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবারের (২৬ জুলাই) এ ঘটনায় একজন সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। খবর এএফপির
ঘটনার পরপরই আহতদের চিকিৎসার জন্য মানসন মেডিকেল সেন্টারে নেওয়া হয়। কেন্দ্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ১১ জনকে চিকিৎসা দেওয়ার কথা নিশ্চিত করেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ওয়ালমার্টের দোকানটিতে ছুরিকাঘাতের একাধিক ঘটনা ঘটেছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে তার পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
ট্রাভার্স সিটি লেক মিশিগানসহ একাধিক বড় হ্রদের নিকটবর্তী হওয়ায় এটি একটি জনপ্রিয় পর্যটন শহর হিসেবে পরিচিত।
মন্তব্য করুন