‎ ‎হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

‎শিক্ষার পাশাপাশি আমাদের দেশপ্রেম থাকতে হবে : রিতা

হরিরামপুরের ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
হরিরামপুরের ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা বলেছেন, শিক্ষার পাশাপাশি আমাদের দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম আমাদের শিখিয়ে দেয় কীভাবে আমাদের সৎ এবং আদর্শ নিয়ে চলতে হয়। তাই আমি মনে করি আমাদের সবার মাঝে সেই দেশপ্রেম জাগ্রত করতে হবে। ‎ শনিবার (‎১৩ ডিসেম্বর) মানিকগঞ্জের হরিরামপুরের ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‎ আফরোজা খান রিতা বলেন, এ বিদ্যালয়ের সঙ্গে আমার বাবা হারুনার রশিদ খান মুন্নুর অনেক স্মতি জড়িয়ে রয়েছে। কারণ তিনি এ বিদ্যালয়েরই ছাত্র ছিলেন। আমার বাবা আমার অহংকার, আমার আদর্শ, আমার শিক্ষক। আমি আজ যত বড় হয়েছি সবকিছু আমার বাবার জন্য হয়েছে। এ মানিকগঞ্জের এমন কোনো জায়গায় নাই, যেখানে আমার বাবার হাতের ছোঁয়া নাই, অবদান নাই। আমার বাবার পাশাপাশি আমার মা একজন মহীয়সী নারী। আজ যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটাও আমার মায়ের দেওয়া। আমিও চেষ্টা করছি আমার বাবার সম্মানটা ধরে রাখার জন্য। ‎ ‎তিনি আরও বলেন, এ বিদ্যালয় থেকে অনেক গুণীজন দেশের অনেক বড় বড় জায়গায় দায়িত্ব পালন করছেন। এ বিদ্যাপীঠ হরিরামপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। তাই আমি বলব, শিক্ষাপ্রতিষ্ঠানকে কখনও রাজনীতির মধ্যে ফেলবেন না। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ থাকে। এই বিদ্যালয় থেকে অতীতে যেমন গুণীজন দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। আমি আশা করব আগামীতেও যেন এখান থেকে ভালো ভালো শিক্ষার্থী বের হয়ে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‎ ‎রিতা বলেন, আমরা সুস্থ পরিবেশ চাই। আমরা সামাজিক, মানবিক পরিবেশ নিয়ে থাকতে চাই। আমরা কোনো ভেদাভেদ নিয়ে থাকতে চাই না। এই চর দখল নিয়ে আমরা মারামারি হানাহানি চাই না। আমরা সবাই হরিরামপুরের মানুষ। একটা সময় এই মাটিতেই আমরা মিশে যাব। তাই আসুন, আমরা সবাই মিলে সুস্থ, সুন্দর ও শান্তিময় পরিবেশ গড়ে তুলি। যাতে আমরা এখানে সবাই শান্তিতে থাকতে চাই। তাই আসুন, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি। সুন্দর একটা মানিকগঞ্জ গড়ে তুলি, সুন্দর একটা হরিরামপুর গড়ে তুলি। ‎ ‎বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরুতেই সকাল সাড়ে ১০টার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও রঙবেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। ‎ ‎ইব্রাহিমপুর স্কুলের সম্মিলিত প্রাক্তন ছাত্রদের আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খানের (এফসিএ) সভাপতিত্বে ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক, ড. কায়কোবাদ, অবসরপ্রাপ্ত শিক্ষা প্রকৌশলী দেওয়ান হামজালা, উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী লুৎফর রহমান। ‎ ‎এতে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডেবোনেয়ার গ্রুপের চেয়ারম্যান নাইয়ারা নুর নিপা, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান ও বিশিষ্ট ব্যবসায়ী আকিবুল খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেনসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। ‎ ‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোয়াজ্জেম হোসেন তুষার। ‎দিনব্যাপী অনুষ্ঠানে সন্ধ্যা বরেণ্য শিল্পীদের নিয়ে মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উৎসব শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে যেভাবে সংবর্ধনা দেবে বিএনপি

সুদানে ইউএন ঘাঁটিতে নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধায়

ইতালিতে কোচ কোম্পানির মিলনমেলায় প্রবাসী বাংলাদেশিরাও সম্মানিত

সেই বাইক চালকের ঘনিষ্ঠ ২ সহযোগী আটক 

মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন!

জামায়াতের পথসভায় গান গাইলেন পুলিশ কর্মকর্তা

আরও এক বাসে আগুন

টি-টোয়েন্টিতে প্রায় ৯ হাজার রান করা মারকুটে ব্যাটার এবার বিপিএলে

হাদিকে হত্যাচেষ্টা / মির্জা আব্বাসকে নিয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের অভিযোগে মামলা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন লায়ন খোরশেদ আলম

১০

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

১১

অস্ট্রেলিয়া সমুদ্র সৈকতে বন্দুক হামলা, বহু হতাহতের আশঙ্কা

১২

শিক্ষাবিদ কাজী আজহার আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী সোমবার

১৩

হাদিকে গুলির ঘটনায় যেভাবে আটক হলেন হান্নান

১৪

হাসিনা শাসনামলে বুদ্ধিজীবীদের দাবিয়ে রাখা হয়েছিল : রাশেদ প্রধান

১৫

থাইল্যান্ডের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে কারফিউ জারি

১৬

খাঁচা থেকে কীভাবে বেরিয়ে আসে সিংহী, তদন্তে যা জানা গেল

১৭

চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

১৮

আইএসইউতে শিক্ষার্থীদের জন্য এসআইসিআইপি–বিজিএমইএ’র অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত

১৯

রহস্যজনকভাবে মারা গেলেন ‘দ্য মাস্ক’ খ্যাত অভিনেতা

২০
X