কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হারিকেন এরিনের গতিপথে দেখা গেল আশ্চর্যজনক পরিবর্তন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হারিকেন এরিন চলতি বছরের আটলান্টিক হারিকেন মৌসুমের প্রথম হারিকেন। বর্তমানে একটি বিপজ্জনক ক্যাটাগরি ৪ হারিকেনে পরিণত হয়েছে এবং পুয়ের্তো রিকোর কাছ দিয়ে পশ্চিমে চলে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) একটি স্যাটেলাইট চিত্রে এসব দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) রোববার সকালে জানায়, এরিন তখন ছিল ক্যাটাগরি ৩ হারিকেন, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ মাইল এবং ট্রপিক্যাল স্টর্ম ফোর্সের বাতাস ২০৫ মাইল পর্যন্ত পৌঁছেছিল। এটি ঘূর্ণিঝড়ের শক্তির তারতম্য ঘটাতে থাকবে, কারণ এটি একটি ‘আইওয়াল রিপ্লেসমেন্ট সাইকেল’ পেরোচ্ছে, একটি প্রক্রিয়া যা ঝড়ের বাতাসের ক্ষেত্রকে বড় করে তোলে।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এটি একটি অতি দ্রুত পরিবর্তনের উদাহরণ, যা গত কয়েক বছরে বেশ সাধারণ হয়ে উঠেছে, কারণ পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে। এরিন শনিবার একটি বিরল ক্যাটাগরি ৫ হারিকেন হয়ে উঠেছিল, তারপর দুর্বল হয়ে রোববারে একটি বড় সিস্টেমে পরিণত হয়, যখন এটি ক্যারিবিয়ান সাগরের উত্তর দিক দিয়ে আটলান্টিক মহাসাগরে ছুটে চলছিল।

এরিন গত শুক্রবার বেলা ১১টায় ক্যাটাগরি ১ হারিকেন ছিল, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ মাইল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এটি ক্যাটেগরি ৫ হারিকেন হয়ে উঠেছিল, যার বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৬০ মাইল প্রতি ঘণ্টা। যা এটিকে আটলান্টিকের ইতিহাসে সবচেয়ে দ্রুত শক্তি অর্জনকারী হারিকেনগুলোর একটি করে তোলে এবং সেপ্টেম্বর ১ এর আগে যে কোনো ঝড়ের জন্য সবচেয়ে দ্রুত শক্তি অর্জনকারী হারিকেন হতে পারে।

দ্রুত শক্তি অর্জন হলো সেই পরিস্থিতি যখন একটি হারিকেন কমপক্ষে ৩৫ মাইল প্রতি ঘণ্টা বাতাসের গতিবেগ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অর্জন করে। ইতিহাসে, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এমন পরিবর্তন সবচেয়ে বেশি দেখা যায়।

এছাড়া, আটলান্টিকে আরো বেশি হারিকেন এখন দ্রুত শক্তি অর্জন করছে, যেহেতু মহাসাগর এবং বায়ুমণ্ডল উষ্ণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির দূষণ এবং এর ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। এটি সম্ভবত এরিনকে পৃথিবী উষ্ণ হওয়া এবং তার কারণে বাড়ানো একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছে।

আরও পড়ুন : আপনার মোবাইল ফোন সুরক্ষিত তো?

হারিকেন এরিন এখন আটলান্টিকে রেকর্ডকৃত ৪৩ ক্যাটাগরিতে ৫ হারিকেনের মধ্যে একটি, যা একটি বিরল ঘটনা হলেও, সাম্প্রতিক হারিকেন মৌসুমগুলোর প্রসঙ্গে এটি আরও সাধারণ হয়ে উঠছে। ২০১৬ সালের পর থেকে এটি ১১তম ক্যাটেগরি ৫ হারিকেন, যা অত্যন্ত উচ্চ সংখ্যা।

এটি মৌসুমের শুরুতেই ক্যাটেগরি ৫ ঝড় দেখানোও অস্বাভাবিক, বিশেষ করে গালফ অফ মেক্সিকোর বাইরে। সাধারণত মধ্য-আগস্টেই হারিকেনের তীব্রতা বাড়ে, কিন্তু শক্তিশালী ঝড়ের পরের মৌসুমে ঘটে থাকে।

২০২৫ সালের আটলান্টিক হারিকেন মৌসুমে এখন পর্যন্ত এটি চতুর্থ মৌসুম, যেখানে একটি ক্যাটেগরি ৫ ঝড় ঘটেছে, গত বছরও দুটি ক্যাটেগরি ৫ ঝড় ছিল, বেরিল এবং মিলটন।

হারিকেন এরিন এখনো কোনো স্থলভূমিতে সরাসরি আঘাত হানার আশঙ্কা নেই, এটি পুয়ের্তো রিকোর উত্তর দিয়ে এবং তারপর পূর্ব উপকূল ও বারমুডার মধ্যে দিয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে আটলান্টিকে চলে যাবে। এর পাশাপাশি, এটি তার আকার দ্বিগুণ বা তিনগুণ হতে পারে।

শনিবার সন্ধ্যায়, এরিন পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে প্রায় ১৫০ মাইল এবং অ্যানগুইলা থেকে ১৬০ মাইল উত্তরপূর্বে ছিল। পুয়ের্তো রিকোর উত্তর অংশে শনিবার রাত পর্যন্ত ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি করা হয়েছে এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জ এবং লিওয়ার্ড দ্বীপপুঞ্জের কিছু অংশে ট্রপিক্যাল স্টর্ম ওয়াচও রয়েছে।

ঝড়ের বাইরের অংশটি রবিবার পর্যন্ত লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোতে ভারী বৃষ্টিপাত তৈরি করবে, যার ফলে ব্যাপক ফ্ল্যাশ ফ্লাড, ভূমিধস এবং কাদামাটির স্খলন ঘটতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১০

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১১

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১২

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৩

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

১৪

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল : প্রিন্স

১৫

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

১৬

বিভিন্ন মন্দিরে শিশুদের মাঝে চকলেট বিতরণ

১৭

আ.লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে : জুয়েল

১৮

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

১৯

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

২০
X