স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশে রিশাদ দাপট চলছেই

সতীর্থদের সাথে রিশাদ। ছবি : সংগৃহীত
সতীর্থদের সাথে রিশাদ। ছবি : সংগৃহীত

বিগ ব্যাশ লিগে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে খেলতে নেমে ধারাবাহিক পারফরম্যান্সে আলাদা করে নজর কাড়ছেন রিশাদ হোসেন। স্পিনারদের জন্য প্রতিকূল অস্ট্রেলিয়ান কন্ডিশনে যেখানে টিকে থাকাই কঠিন, সেখানে ম্যাচের পর ম্যাচ নিয়ন্ত্রিত বোলিং আর গুরুত্বপূর্ণ উইকেট এনে নিজেকে প্রমাণ করছেন এই লেগ স্পিনার।

হোবার্ট হারিকেনসের হয়ে এ মৌসুমে রিশাদের বোলিং পরিসংখ্যানই বলে দিচ্ছে তার ধারাবাহিকতার গল্প—৪ ওভারে ১৮ রান, ৩৩ রান দিয়ে ২ উইকেট, আবার কখনো ২১ রান খরচায় ১ উইকেট, কিংবা ৩৩ রান দিয়ে ৩ উইকেট। উইকেট না পেলেও ইকোনমিতে চেপে ধরছেন ব্যাটসম্যানদের, আর একটু রান দিলে ফিরছেন উইকেট নিয়ে—একজন কার্যকর টি-টোয়েন্টি বোলারের সব বৈশিষ্ট্যই যেন ফুটে উঠছে তার বোলিংয়ে।

রিশাদ আদতে ক্ল্যাসিক্যাল লেগ স্পিনার নন। বড় ফ্লাইট বা ধারালো বাঁকের চেয়ে তার শক্তি বৈচিত্র্যে। গুগলি, স্কিড করা জোরাল ডেলিভারি আর লেংথে সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে তিনি বিভ্রান্ত করছেন ব্যাটসম্যানদের। চলতি বিগ ব্যাশেই সেই উন্নতির স্পষ্ট প্রমাণ মিলছে।

মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে হোবার্টের সাম্প্রতিক ম্যাচটি ছিল রিশাদের পরিণতির আরেকটি উদাহরণ। টস জিতে আগে বোলিংয়ে নেমে হারিকেনস পাওয়ারপ্লেতেই আস্থা রেখেছিল তার ওপর। নতুন বল কিছুটা শক্ত থাকতেই তাকে আক্রমণে আনা হয়—যা দলটির বিশ্বাসেরই প্রতিফলন। সেই আস্থার প্রতিদান দেন রিশাদ, গুরুত্বপূর্ণ সময়ে মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

পরের ওভারগুলোতেও ব্যাটসম্যানদের চাপে রাখেন তিনি। যদিও একটি কঠিন ক্যাচ ফসকে যাওয়ায় আরেকটি উইকেট মিস হয়, তবু পরের বলেই ভুল শোধরান। শেষ পর্যন্ত তার বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট—সংখ্যার চেয়েও ম্যাচে প্রভাব ছিল অনেক বেশি।

এ মৌসুমে হারিকেনসের হয়ে রিশাদ ও ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদ—দুজনেই সমান ম্যাচ খেললেও দায়িত্ব আর প্রভাবের দিক থেকে রিশাদ এগিয়ে। বেশি ওভার বোলিং করেছেন, বেশি উইকেট নিয়েছেন, আর দলের আস্থার জায়গাটাও দখল করে নিয়েছেন ধীরে ধীরে। পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত বিগ ব্যাশে কোনো স্পিনারেরই এমন সাফল্য নেই।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের মতে, হোবার্টে রিশাদকে নেওয়ার পেছনে রিকি পন্টিংয়ের পরামর্শও ছিল। মাঠের পারফরম্যান্সে সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে চলেছেন বাংলাদেশি এই লেগ স্পিনার।

ব্যাট হাতেও রিশাদ যে টি-টোয়েন্টিতে কার্যকর হতে পারেন, সেটাও জানা আছে। যদিও এ ম্যাচে তার ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি। ম্যাথু ওয়েডের ঝড়ো ইনিংসে হোবার্ট ১২ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

সব মিলিয়ে, বিগ ব্যাশে রিশাদ হোসেন এখন আর শুধু অংশগ্রহণকারী নন—তিনি হয়ে উঠছেন স্পিনারদের ভিড়ে এক আলাদা পরিচয়। বাংলাদেশের লেগ স্পিন ইতিহাসে বিদেশের মাটিতে এমন ধারাবাহিকতা নিঃসন্দেহে আশাবাদের নতুন বার্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসী পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনটি আনব : গোলাম পরওয়ার

প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির রাজনীতির ভিত্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যে কারণে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

সহ্যেরও সীমা থাকে : মমতার হুঁশিয়ারি

সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ ভারতের

শরীয়তপুরে ৩টি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী বাবুল

হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সহযোগিতায় আইনজীবী নিয়োগ 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘর, সাময়িক বন্ধ

মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব

১০

৯ কোটি নয়, আরও বেশি পাওয়ার যোগ্য মোস্তাফিজ : তাসকিন

১১

কমলো স্বর্ণের দাম

১২

এনসিপি নেতাদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি : আখতার হোসেন

১৩

ডিএনসিসিতে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের পোস্টার প্রদর্শনী

১৪

এনসিপির নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা এমপি প্রার্থীর

১৫

প্রয়াত জাকির স্থানে যাকে নিয়োগ দিল ঢাকা

১৬

এনসিপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ যে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

১৭

‘ভোটাররা ইচ্ছামতো ভোট দিয়ে বিগত সময়ের প্রতিশোধ নেবেন’

১৮

বিগ ব্যাশে রিশাদ দাপট চলছেই

১৯

ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীরের মনোনয়নপত্র জমা 

২০
X