যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি স্ট্রিট পার্টিতে গুলির ঘটনায় দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সাগিনাওয়ের একটি বড় স্ট্রিট পার্টিতে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন ১৯ বছর বয়সী পুরুষ এবং অন্যজন ৫১ বছর বয়সী নারী। এ ছাড়া আহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি জানিয়েছে সিএনএন।
মিশিগান স্টেট পুলিশ বলছে, স্ট্রিট পার্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হয়। এরপর এ পার্টিতে তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। গুলির ঘটনার আগে বেশ কয়েকবার পুলিশ তাদের সরিয়ে দেয়।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, পার্টিতে অংশ নেওয়া মানুষের মধ্যে ঝগড়া শুরুর একপর্যায়ে একপক্ষ গুলি ছুড়লে অন্য পক্ষও গুলি ছুড়ে। এতে অনেকে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের পাঁচটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি তারা।
মন্তব্য করুন