কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের স্থল অভিযান শেষের সময় জানাল যুক্তরাষ্ট্র

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত।
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত।

অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলের পর এবার দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে এ অঞ্চলের স্থল অভিযান কবে শেষ হবে তার সম্ভাব্য সময় জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৬ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, হোয়াইট হাউস কর্মকর্তারা দক্ষিণ গাজায় স্থল অভিযান শেষ করার সম্ভাব্য সময় জানিয়েছে। তারা জানিয়েছে, আগামী জানুয়ারিতে এ অভিযান সমাপ্ত করতে পারে ইসরায়েল। এ সময়ের পর কেবল নির্দিষ্ট লক্ষবস্তুতে অভিযান পরিচালনা করা হবে।

বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে আইডিএফের অভিযান গাজায় যে আতঙ্ক ছড়াবে তা নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা উদ্বিগ্ন। তারা ইসরায়েলকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো এবং বেসামরিক লোকদের হতাহতের সংখ্যা দিয়ে সতর্ক করেছে।

সিনিয়র এক কর্মকর্তা বলেন, তারা ইসরায়েলের এ অভিযানের হতাহতের সংখ্যা কমিয়ে ‘গ্রহণযোগ্য’ পর্যায়ে আনার বিষয়ে আপত্তি করেছেন।

ইসরায়েলের এক কর্মকর্তা সিএনএনকে জানান, আমরা আগামী কয়েক সপ্তাহ গাজায় ব্যাপক অভিযান পরিচালনা করব। এরপর হয়তো অভিযানের মাত্রা অনেক কমে আসবে।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অত্যাধুনিক সামরিক কৌশল ও অস্ত্র ব্যবহার করছে হামাস। হামাসের সবচেয়ে উল্লেখযোগ্য কৌশল পরিবর্তনের একটি হলো তারা ট্যাংক-বিধ্বংসী বিস্ফোরক ইএফপির ব্যবহার বাড়িয়েছে। গত অক্টোবর ও নভেম্বর মাসে এই অস্ত্র মাত্র দুবার ব্যবহার করলেও চলতি মাসেই পাঁচবার ব্যবহার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা।

গত ২ ডিসেম্বর হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামাস যোদ্ধারা ট্যাংক-বিধ্বংসী বিস্ফোরক ছাড়াও উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একমুখী আ্যটাক ড্রোন ব্যবহার করছে। যুদ্ধক্ষেত্রে এই ড্রোনের ব্যবহারও হামাসের জন্য কারিগরি ক্ষেত্রে বেশ বড় অগ্রগতি।

যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সামরিক দিকের বিশেষজ্ঞ ভেরোনিকা পনিসজাকোভা বলেন, কয়েক দশক ধরেই হামাস ড্রোন তৈরি করছে। তারা এরই মধ্যে এসব ড্রোন ব্যবহার করেছে। তবে এত কার্যকরভাবে নয়। তারা এতদিন মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যেই ব্যবহার করেছে।

তিনি বলেন, উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনী যে কৌশল ব্যবহার করেছে হামাসও তা করতে পারে। প্রত্যক্ষ সংঘাতের আগে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তারা কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালাতে পারে।

সমরাস্ত্র উন্নত করার পাশাপাশি হামাস দক্ষিণ গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করছে বলেও উল্লেখ করেছে মার্কিন চিন্তক প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১০

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১১

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১২

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৩

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৪

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৫

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১৬

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৭

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৮

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৯

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

২০
X