কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন দৌড়ে বিশাল ব্যবধানে জয় পেলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ের দক্ষিণ ক্যারোলিনার প্রাইমারি নির্বাচনে সহজ জয় পেয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোটের ফলাফল ঘোষণা করা হলে অন্য দুই পদ প্রার্থীকে বিশাল ব্যবধানে পরাজিত করেন তিনি। খবর এনডিটিভির।

ডেমোক্র্যাটরা এখন এই নির্বাচনী ফলাফলের চুলছেড়া বিশ্লেষণ করবেন। জনসমর্থন কমলেও ৮১ বছর বয়সী বাইডেন কৃষ্ণাঙ্গ ভোটারদের ভালোভাবে নিজের পক্ষে টানতে পেরেছেন কি না, এটাই খতিয়ে দেখবেন ডেমোক্র্যাটরা। ২০২০ সালের নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটের জোরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসে পা রেখেছিলেন তিনি।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বাইডেন এগিয়ে আছেন।

নির্বাচন সামনে রেখে শনিবার দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বাছাইপর্ব শুরু করেছে ডেমোক্রেটিক পার্টি। এই বাছাইপর্বে বাইডেন ছাড়াও আরও দুই নেতা অংশগ্রহণ করেছেন। তারা হলেন, লেখক ম্যারিয়ান উইলিয়ামসন এবং মিনেসোটার কংগ্রেস সদস্য ডিন ফিলিপস।

৫০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, নির্বাচনে ৯৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। এ ছাড়া ম্যারিয়ান উইলিয়ামসন ২ শতাংশ এবং ডিন ফিলিপস ১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।

এই ফলাফলের ঘোষণার পর এক বিবৃতিতে বাইডেন বলেছেন, দক্ষিণ ক্যারোলাইনার জনগণ পুনরায় তাদের রায় দিয়েছেন। আপনারা আবারও আমাদের প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি করে দেবেন, সন্দেহ নাই। ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজিত হবেন।

দক্ষিণ ক্যারোলিনার মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ কৃষ্ণাঙ্গ। ঐতিহ্যগতভাবে রাজ্যটি রিপাবলিকানদের দখলে থাকলেও ২০২০ সালে এই রাজ্যের প্রাইমারি ভোটের ওপর ভর করেই দল থেকে মনোনয়ন পেয়েছিলেন বাইডেন। এ জন্য গত জানুয়ারি মাসে কৃষ্ণাঙ্গ জনতার সামনে দেওয়া এক ভাষণে বাইডেন বলেছেন, আপনাদের কারণে আমি আজ প্রেসিডেন্ট। আপদের জন্য ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছে। আপনাদের কারণে আমরা তাকে আবার পরাজিত করে বিজয়ী হবো।

তবে সাম্প্রতিক বেশ কয়েকটি জনমত জরিপে উঠে এসেছে কৃষ্ণাঙ্গ ভোটারদের মাঝে বাইডেনের জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে তরুণ কৃষ্ণাঙ্গ ভোটাররা তাকে পছন্দ করছেন না। তারা বলছেন, কৃষ্ণাঙ্গদের সমর্থন নিয়ে ক্ষমতায় গেলেও তাদের সমস্যা মোকাবিলায় তেমন কাজ করেননি বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

ফেসবুকে জামায়াত আমিরের বার্তা

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

শেরাটনে জড়ো হচ্ছে ৬ দলের ক্রিকেটাররা, দুপুর ১টায় সংবাদ সম্মেলন

সেই পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে বিসিবি

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

ভাতে মারার চেষ্টা করা হয়েছে: অভিষেক

১০

নির্বাচনী ব্যয় বড় আকারে বাড়ছে

১১

নাজমুল পদত্যাগ না করায় হোটেলেই ক্রিকেটাররা, প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা

১২

লুটপাটের সময় ২ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা

১৩

রাবিতে ছুটি নিতে ১৭ দপ্তরে ধর্ণা, ভোগান্তিতে শিক্ষক-কর্মকর্তারা

১৪

ইন্ডাস্ট্রির নায়করা নিরাপত্তাহীনতায় ভোগেন: ইমরান হাশমি

১৫

রশিদদের বিদেশি লিগ খেলায় লাগাম টানছে আফগান বোর্ড

১৬

মেকআপ করলে সমস্যা, না করলেও সমস্যা!: হিমি

১৭

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

১৮

জ্বালানি তেল নিয়ে সুখবর

১৯

শাকসু নির্বাচন  / স্মারকলিপি থেকে স্বাক্ষর প্রত্যাহার ছাত্রদলসহ দুই ভিপি প্রার্থীর

২০
X