কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন দৌড়ে বিশাল ব্যবধানে জয় পেলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ের দক্ষিণ ক্যারোলিনার প্রাইমারি নির্বাচনে সহজ জয় পেয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোটের ফলাফল ঘোষণা করা হলে অন্য দুই পদ প্রার্থীকে বিশাল ব্যবধানে পরাজিত করেন তিনি। খবর এনডিটিভির।

ডেমোক্র্যাটরা এখন এই নির্বাচনী ফলাফলের চুলছেড়া বিশ্লেষণ করবেন। জনসমর্থন কমলেও ৮১ বছর বয়সী বাইডেন কৃষ্ণাঙ্গ ভোটারদের ভালোভাবে নিজের পক্ষে টানতে পেরেছেন কি না, এটাই খতিয়ে দেখবেন ডেমোক্র্যাটরা। ২০২০ সালের নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটের জোরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসে পা রেখেছিলেন তিনি।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বাইডেন এগিয়ে আছেন।

নির্বাচন সামনে রেখে শনিবার দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বাছাইপর্ব শুরু করেছে ডেমোক্রেটিক পার্টি। এই বাছাইপর্বে বাইডেন ছাড়াও আরও দুই নেতা অংশগ্রহণ করেছেন। তারা হলেন, লেখক ম্যারিয়ান উইলিয়ামসন এবং মিনেসোটার কংগ্রেস সদস্য ডিন ফিলিপস।

৫০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, নির্বাচনে ৯৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। এ ছাড়া ম্যারিয়ান উইলিয়ামসন ২ শতাংশ এবং ডিন ফিলিপস ১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।

এই ফলাফলের ঘোষণার পর এক বিবৃতিতে বাইডেন বলেছেন, দক্ষিণ ক্যারোলাইনার জনগণ পুনরায় তাদের রায় দিয়েছেন। আপনারা আবারও আমাদের প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি করে দেবেন, সন্দেহ নাই। ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজিত হবেন।

দক্ষিণ ক্যারোলিনার মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ কৃষ্ণাঙ্গ। ঐতিহ্যগতভাবে রাজ্যটি রিপাবলিকানদের দখলে থাকলেও ২০২০ সালে এই রাজ্যের প্রাইমারি ভোটের ওপর ভর করেই দল থেকে মনোনয়ন পেয়েছিলেন বাইডেন। এ জন্য গত জানুয়ারি মাসে কৃষ্ণাঙ্গ জনতার সামনে দেওয়া এক ভাষণে বাইডেন বলেছেন, আপনাদের কারণে আমি আজ প্রেসিডেন্ট। আপদের জন্য ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছে। আপনাদের কারণে আমরা তাকে আবার পরাজিত করে বিজয়ী হবো।

তবে সাম্প্রতিক বেশ কয়েকটি জনমত জরিপে উঠে এসেছে কৃষ্ণাঙ্গ ভোটারদের মাঝে বাইডেনের জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে তরুণ কৃষ্ণাঙ্গ ভোটাররা তাকে পছন্দ করছেন না। তারা বলছেন, কৃষ্ণাঙ্গদের সমর্থন নিয়ে ক্ষমতায় গেলেও তাদের সমস্যা মোকাবিলায় তেমন কাজ করেননি বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিল ইসি

‘মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বিসিবি

সুখবর পেলেন মাসুদ

দিনের আলোয় বেশি সময় কাটালে কী হয়, যা বলছে গবেষণা

শ্রেণিকক্ষে না গিয়ে কুশল বিনিময়, দৃষ্টান্ত স্থাপন করলেন নুরুদ্দিন অপু 

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক

জন্মদিনে ছাত্রদল নেতা শাহরিয়ারের জবি স্টাফদের মাঝে কম্বল বিতরণ

ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট

১০

চাঁদাবাজদের দমন করার দায়িত্ব আমার : রবিউল

১১

রাতের এই সাধারণ অভ্যাস লিভার রোগের ঝুঁকি বাড়ায়

১২

আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, তার জন্য গণভোট : আলী রীয়াজ

১৩

তারেক রহমানকে ‘আই হ্যাভ আ প্ল্যান’ শীর্ষক কার্টুন হস্তান্তর

১৪

নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়াই বিএনপির অঙ্গীকার : সেলিমুজ্জামান

১৫

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যা বলল ইসি

১৬

ঢাবিতে ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাবের যাত্রা শুরু

১৭

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি

১৮

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

১৯

শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার পরিকল্পনা ৩১ দফায় রয়েছে : নুরুদ্দিন অপু

২০
X