শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

গাজার জন্য প্রস্তুত বোমায় যা লিখলেন নিকি হ্যালি

গাজায় তাক করা ক্ষেপণাস্ত্রে স্বাক্ষর করছেন নিকি হ্যালি। ছবি : সংগৃহীত
গাজায় তাক করা ক্ষেপণাস্ত্রে স্বাক্ষর করছেন নিকি হ্যালি। ছবি : সংগৃহীত

আট মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলায় সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এছাড়া একের পর এক অস্ত্র সহায়তাও দিয়ে আসছে তারা। এবার দেশটি সফরে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি। এছাড়া গাজার জন্য প্রস্তুত করা বোমায় একটি বার্তাও লিখেছেন তিনি। বুধবার ( ২৯ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে সফরে গিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে রাখা ক্ষেপণাস্ত্রে বার্তা লিখেছেন নিকি হ্যালি। তিনি লিখেন, তাদেরকে শেষ করে দাও। আমেরিকা সবসময় ইসরায়েলকে ভালোবাসে। এরপর ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষর করেন তিনি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সংসদের ডানপন্থি সদস্য ডেনি ড্যাননের আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন নিকি হ্যালি। সফরে ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষর করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডেনি ড্যানন লিখেন, তাদের শেষ করে দাও-আর্টিলারি পোস্ট পরিদর্শনের পর আমার বন্ধু নিকি এটাই লিখেছেন।

ড্যানন এক্সে ক্ষেপণাস্ত্রের গায়ে নিকির স্বাক্ষর করার সময়কার একটি ছবিও শেয়ার করে জানিয়েছেন, যে ক্ষেপণাস্ত্রের গায়ে তিনি স্বাক্ষর করেছেন সেটি হামাসের যোদ্ধাদের জন্য প্রস্তুত করা হয়েছে।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, নিকি হ্যালির ছবি এবং বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে। বিষয়টির সমালোচনা করেও অনেকে পোস্ট দিয়েছেন।

এদিকে সফরের আরও কিছু ছবি প্রকাশ করেছেন নিকি হ্যালি। এসব ছবিতে তাকে গত ৭ অক্টোবর হামাস যেসব জায়গায় হামলা চালিয়েছে তা তিনি পরিদর্শন করেছেন। এ সময় হামলা থেকে বেঁচে যাওয়া মানুষের সঙ্গে কথাও বলেন তিনি।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাতদিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

বাঙলা কলেজ ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

চবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সামুদ্রিক মৎস্য ও নীল উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

অবৈধ ফোন বেচাকেনা নিয়ে বিটিআরসির নির্দেশ

১০

সংরক্ষিত বনের গাছ বিক্রির অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে

১১

আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই

১২

‘১০ লাখ মোবাইল ফোনের আইএমইআই নম্বর একই’

১৩

প্রতিবন্ধী নারীর ভাতার টাকা যায় আ.লীগ নেতার পকেটে

১৪

নির্বাচন করবেন কি না জানালেন প্রেস সচিব

১৫

আবারও পেছাল বিপিএল

১৬

যে গ্রামে শত বছর ধরে টিকে আছে শাঁখারি শিল্প

১৭

শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

১৮

স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে ধরা

১৯

মগবাজারে বহুতল ভবনে আগুন

২০
X