আলী ইব্রাহীম
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

অস্থিরতায় রপ্তানি ব্যাহতের শঙ্কা

তৈরি পোশাক খাত
অস্থিরতায় রপ্তানি ব্যাহতের শঙ্কা

একের পর এক অস্থিরতা পোশাক খাতকে বিপাকে ফেলেছে। সবশেষ চলমান শ্রমিক অসন্তোষে আরেক দফা বিরূপ প্রভাব পড়েছে। ৫ আগস্টের পর থেকে কিছুটা সচল হলেও চলমান শ্রমিক অসন্তোষে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। তারা বলছেন, এ অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে রপ্তানিতে বিরূপ প্রভাব পড়তে পারে। সেইসঙ্গে কমতে পারে রপ্তানি আয়।

তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমের দেশগুলোয় উচ্চ মুদ্রাস্ফীতি ও বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পরও বিদেশি ক্রেতা ও ব্র্যান্ডগুলোর জন্য বাংলাদেশ আকর্ষণীয় স্থানেই ছিল। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যের শুল্ক যুদ্ধের মতো ভূ-রাজনৈতিক উত্তেজনার মুখে তৈরি পোশাক কেনার ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রথম পছন্দ হয়ে ওঠে। এ ছাড়া স্থানীয় উৎপাদকরা পণ্যের প্রতিযোগিতামূলক দাম দেওয়ার পাশাপাশি তাজরীন ফ্যাশনসে আগুন ও রানা প্লাজা কারখানা ধসের মতো শিল্প দুর্ঘটনার পর কর্মক্ষেত্রের সুরক্ষা মানগুলো মেনে চলছে। পণ্যের বহুমুখীকরণ ও মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে বিনিয়োগ বাড়ানোয় তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে।

কিন্তু সাম্প্রতিক সময়ে চলমান অস্থিরতায় অনেক ক্রেতা আস্থা হারিয়ে ফেলছেন। তারা রপ্তানি আদেশ সরিয়ে নিচ্ছেন বাংলাদেশের বিকল্প দেশে। উদ্যোক্তাদের অনুমান, চলমান অস্থিতিশীলতায় অন্তত ১০ শতাংশ রপ্তানি আদেশ সরিয়ে নেওয়া হয়েছে। এসব রপ্তানি আদেশের বড় অংশই যাচ্ছে ভারত এবং পাকিস্তানে। গণঅভ্যুত্থানের আগে-পরে মিলিয়ে অস্থিতিশীল পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে অনেক ক্রেতা প্রতিনিধি বাংলাদেশে আসছেন না। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে ক্রেতারা দেরিতে মূল্য পরিশোধ এবং চুক্তিবদ্ধ দরের চেয়ে কম দাম দিতে চান। ফলে অনেক ক্ষেত্রে ৩০০ গুণ ব্যয়ে আকাশপথে পণ্য পরিবহনে চাপ দেওয়ার ঘটনা ঘটে। উৎপাদনের পর রপ্তানি আদেশ বাতিল হলে ‘স্টকলট’ হিসেবে স্থানীয় বাজারে ছেড়ে দিতে হয়। অতীতে এ রকম অনেক ঘটনায় কারখানা বসে যাওয়ার ঘটনা আছে। চলমান অস্থিরতা দীর্ঘদিন চললে তা নিশ্চিতভাবেই রপ্তানিতে প্রভাব ফেলবে বলে মনে করেন তারা।

জানা গেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একক রাষ্ট্র হিসেবে প্রধান বাজার। মোট রপ্তানি আয়ের ২০ থেকে ২২ শতাংশ আসে দেশটি থেকে। বর্তমানে দেশটির ক্রেতা প্রতিনিধিরা বাংলাদেশে আসতে পারছেন না। মার্কিনিদের ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরদিনই মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। এতে বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পরামর্শ মেনে চলতে বলা হয়েছে। এ কারণে মার্কিন ক্রেতারা এখন ঢাকায় আসছেন না। জোটগত প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি। তবে নিরাপত্তাজনিত শঙ্কায় জোটের ২৭ দেশের ক্রেতারাও আসছেন না। এরই মধ্যে তৈরি পোশাক খাতে গত প্রায় দুই সপ্তাহজুড়ে বিভিন্ন দাবি-দাওয়া আদায় নিয়ে অচলাবস্থা চলছে। আশুলিয়া শিল্পাঞ্চলের সংকটই প্রকট। উচ্চমূল্যের পোশাক উৎপাদন হয় এ রকম বড় আকারের ৪০০ কারখানা রয়েছে এ অঞ্চলে। শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেওয়ার পরও তৈরি পোশাক খাতের অসন্তোষ নিয়ন্ত্রণে আসছে না। শ্রমিকদের প্রায় সব দাবি মেনে নেওয়ার পরও নতুন নতুন দাবি সামনে আনা হচ্ছে। টানা ১৩তম দিনের মতো গতকাল বৃহস্পতিবারও আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ফলে কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হচ্ছেন মালিকরা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৯১ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ করা হয় ৫৪ কারখানা।

বিজিএমইএ প্রেসিডেন্ট খন্দকার রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, গত অর্থবছর পোশাক খাতে চার শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। কোনো কোনো মাসে রপ্তানি নেতিবাচকও ছিল। অন্যান্য সময় পোশাক খাতের প্রবৃদ্ধি ২০ শতাংশ হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে অনেক ক্রেতা কিছু অর্ডার চীন, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে নিয়ে থাকতে পারেন। আমাদেরও ক্রয়াদেশ আছে। তিনি বলেন, সরকার, উদ্যোক্তা, বিজিএমইএ—সব পক্ষই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা তার।

পোশাক খাতের অন্যতম এক উদ্যোক্তা বলেন, চলমান অস্থিরতা পোশাক রপ্তানিতে প্রভাব ফেলেছে। উৎপাদনে দেরি হওয়ায় অনেক উৎপাদককে ছাড় দিতে হবে। ব্যয়বহুল এয়ার শিপমেন্টের পাশাপাশি ওয়ার্ক অর্ডার চলে যাওয়ার চ্যালেঞ্জে পড়তে হবে। বিদেশি ক্রেতা ও ব্র্যান্ডগুলো সময়মতো পণ্য হাতে না পেলে তারা সরবরাহকারীদের কাছে ছাড় ও বিমানে পণ্য পাঠানোর দাবি করেন।

বাংলাদেশ অ্যাপারেলস ওয়ার্কার্স ফেডারেশনের নেতারা মনে করেন, রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে একটি মহল শ্রমিকদের উসকানি দিচ্ছে বলেই এ অসন্তোষ। তবে কিছু কারখানার শ্রমিকদের ন্যায্য দাবি আছে। যেমন, সময়মতো মজুরি পরিশোধ নিশ্চিত ও বেআইনিভাবে কাউকে চাকরিচ্যুত বন্ধ করা। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাদের ভাষ্যও এক। তারা বলছেন, বেশ কয়েকটি কারখানার শ্রমিক এখনো জুলাইয়ের বেতন পাননি। এটা অশান্তির বড় কারণ। পোশাক শিল্পের কিছু সংশ্লিষ্ট বিষয় আছে। যেমন, শ্রমিকদের খাবার সরবরাহ, পরিবহন ও কারখানা থেকে পোশাক বর্জ্য বিক্রি করা। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব পরিষেবা নিয়ন্ত্রণে নতুন গোষ্ঠীগুলো প্রতিযোগিতা করছে। প্রায়ই প্রতিদ্বন্দ্বী ব্যবসা প্রতিষ্ঠান এমনকি শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। তবে বিজিএমইএ সভাপতি বলছেন, শ্রমিকদের যৌক্তিক সব দাবিই মেনে নেওয়া হয়েছে।

এদিকে, শ্রমিক অসন্তোষ নিয়ে বুধবার সচিবালয়ে জরুরি বৈঠক শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধে কারখানাগুলোর আবেদনে ব্যাংকগুলোকে দ্রুত অর্থছাড়ের নির্দেশনা দিতে গভর্নরকেও সরকারের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়েছে।

চলমান শ্রম অসন্তোষের বিষয়ে তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে একটি প্রক্রিয়ার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হবে। শ্রমিকদের দাবি শুনতে কমিটি করা হবে। তারা যেন একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো জানাতে পারেন, সে জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত কেবিনেট বৈঠকেই শ্রম পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্ত হয়। এ কমিটি মাঠপর্যায়ে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলবে। সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সুনির্দিষ্ট করে তা সমাধান করা হবে। কমিটি সমস্যা বুঝে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের সঙ্গে কথা বলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

১০

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১১

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১২

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১৩

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১৪

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১৬

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৮

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৯

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

২০
X