নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৩ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ
জমে উঠেছে ঈদবাজার

টেরিবাজারে এবার দাপট পাকিস্তানি পণ্যের

রমজানের আগেই চলছে ঈদের কেনাকাটা। সম্প্রতি টেরিবাজার থেকে তোলা। ছবি : কালবেলা
রমজানের আগেই চলছে ঈদের কেনাকাটা। সম্প্রতি টেরিবাজার থেকে তোলা। ছবি : কালবেলা

রমজানের আগেই শুরু হয় ঈদ বাজারের প্রস্তুতি। ঝক্কি-ঝামেলা কমাতে অনেকে আগেই সেরে রাখেন কেনাকাটা। দর্জি পাড়ায়ও বাড়ে ব্যস্ততা। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত দেশের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাকের বাজার চট্টগ্রামের ‘টেরিবাজার’। ভারতীয় পোশাকের আধিক্য এখন এ বাজারে আর নেই। সেই জায়গা দখল করেছে দেশীয় ও পাকিস্তানি পণ্য। আড়তগুলোয় মজুত রয়েছে বাহারি সব পণ্য। জমে উঠেছে বেচাকেনাও। নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, সেসঙ্গে বাড়ছে অর্থনৈতিক চাপ—তা সত্ত্বেও ঈদ ঘিরে বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর কালবেলাকে বলেন, ব্যবসায়ীরা এবারও ভালো প্রস্তুতি নিয়েছেন। এখন পর্যন্ত বেচাকেনা আশানুরূপই হচ্ছে। আমাদের বাজারটা মূলত শুরু হয় শবেবরাতের পর থেকেই। ১০-১৫ রমজান পর্যন্ত এই পাইকারি বেচাকেনা চলবে। এবার শতকোটি টাকার বেচাকেনা হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, ভারতীয় পণ্য বা ডিজাইনের যে আধিপত্য ছিল—তা এখন আর নেই। পাকিস্তান থেকে কিছু পণ্য এসেছে, তবে তা বড় আকারের নয়; কিন্তু পাকিস্তানি পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। ভারতবিদ্বেষের কারণে সেখান থেকে তেমন পণ্য আসেনি। এ ছাড়া বর্তমানে দেশের টেক্সটাইল খাত অনেক উন্নত। তাই ভারতীয় ডিজাইন ও কোয়ালিটির সঙ্গে টেক্কা দিয়ে দেশি কোম্পানিগুলো ভালো ভালো কাপড় তৈরি করছে। দেশি কাপড়েরও যথেষ্ট চাহিদা রয়েছে।

এদিকে বেচাকেনা ঘিরে ছিনতাইকারীদের দমনসহ সব অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ২০ জনের বেশি নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের বকশিরহাটের পুরোনো ভবনের নিকট দূরত্বে গড়ে উঠেছে শ-খানেক অত্যাধুনিক মার্কেট। সেখানকার প্রায় ৩ হাজার ছোট-বড় দোকানে পাওয়া যায় দেশীয় ও আমদানি করা হাল ফ্যাশনের পোশাক। কুমিল্লা, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারের খুচরা ব্যবসায়ীরা এই বাজার থেকে পাইকারিতে পোশাক কেনেন। দাম কম হওয়ায় সাধারণ ক্রেতারাও ভিড় করেন এই বাজারে।

ব্যবসায়ীরা জানান, গত কয়েক মাস নানা সংকটের কারণে রপ্তানি করতে পারেনি গার্মেন্টস কোম্পানিগুলো। দেওয়া যায়নি শিপমেন্টও। তাই গুণমান সম্পন্ন পণ্যই আসছে এসব বাজারে। অন্যদিকে ভারতীয় পণ্যের প্রতি আগ্রহ হারাচ্ছেন সাধারণ মানুষ। ফলে বাজার কিছুটা দখলে নিয়েছে পাকিস্তানি পণ্য।

শনিবার টেরিবাজারে কেনাকাটা করতে এসেছিলেন গৃহিণী রুমানা ফেরদাউস। তিনি জানান, এখানে দরদাম করে কেনা যায়। তাছাড়া কালেকশনও বেশ ভালো। তাই ঈদের বাজার বলতে টেরিবাজারকেই বুঝি। তবে এবার দাম কিছুটা বেশি।

টেরিবাজারের ঐতিহ্যপূর্ণ মেগা শপ মনেরেখ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবু হুরায়রা বলেন, ঈদ উপলক্ষে কাতান, লিনেন, জামদানি, সুতি, নেট, জর্জেট, শিফন ও ডিজিটাল প্রিন্টের রকমারি কাপড় আমদানি করা হয়েছে। পাশাপাশি দেশি কাপড়ের চাহিদাও বেড়েছে পাল্লা দিয়ে।

নিউ রাজপরীর স্বত্বাধিকারী মহিউদ্দিন মানিক বলেন, ‘বাছাই করে পোশাক কেনার সুযোগ টেরিবাজারে বেশি। দামও তেমন বেশি নয়। তাই ক্রেতারা এখানে বেশি আসেন।’

টেরিবাজারের অঙ্গশ্রী বস্ত্রালয়ের বিক্রয়কর্মী অভি বলেন, আমরা কাপড় আমদানি করি। আবার নিজেদেরও আছে। এখানে সারা বছর জমজমাট কেনা-বেচা হলেও ঈদের সময়টা ভিন্ন। এই সময়ে সারা বছরের বিক্রির দ্বিগুণ বেশি বিক্রি হয়।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, এখানকার ৯০ শতাংশ দোকানই কাপড়ের। রোজা শুরুর পর একটু ভিড় কম থাকবে, ওই সময়ে মানুষ তারাবির নামাজে ব্যস্ত থাকে। আবার জমতে শুরু করবে ১৫ রোজার পর। টেরিবাজারের রাস্তাটা খুব সরু। তাই যানজট নিরসনসহ নারী ও শিশুদের সুবিধার্থে সিএমপি কমিশনার বরাবর আবেদন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই ৬০ সেকেন্ডের পরীক্ষায় জেনে নিন আপনার ফুসফুসের অবস্থা কেমন 

খেলোয়াড়ের ওপর ভেঙে পড়ল বাস্কেটবলের পোল

বাউল শিল্পীদের ওপর ফের হামলা

২৩ মাস পর গ্যাস সংযোগ পেল যমুনা সার কারখানা

কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

সুখবর পেলেন মহিলা দলের নেত্রী পাপিয়া

কিডনির রোগ নিয়ে প্রচলিত ১৭ ভুল ধারণা, সত্যতা জেনে নিন এখনই

শেখ হাসিনার স্বর্ণ নিয়ে যে তথ্য দিলেন দুদক মহাপরিচালক

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে জবি শিক্ষার্থী সংসদ নির্বাচনে ডোপ টেস্ট স্থগিত

স্বর্ণের দামে বড় লাফ, দুই সপ্তাহে সর্বোচ্চ

১০

ভর্তি ফি কমানোর দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

১১

হরিণের মাথা-পা-মাংস ও ফাঁদসহ শিকারি আটক

১২

প্রসূতির মরদেহ রেখে পালানো সেই ক্লিনিক সিলগালা

১৩

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

দেশের সব কলেজকে ‘অতীব জরুরি’ নির্দেশনা

১৫

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

১৬

৪৭তম বিসিএস : এক দিন আগে পরীক্ষা বর্জনের ঘোষণা

১৭

মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে হবে : ড. কাইয়ুম

১৮

শীতের সকালে নদীতে ভাবনা

১৯

আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্য

২০
X