বিদ্যুৎ উৎপাদন সম্প্রতি বাধাগ্রস্ত হলে লোডশেডিংয়ের কবলে পড়ে সারা দেশ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জেলা, উপজেলা পর্যায়ে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে নষ্ট হওয়ার ঝুঁকিতে কোল্ড স্টোরেজ বা হিমাগারে সংরক্ষিত পচনশীল পণ্য। এমন পরিস্থিতিতে হিমাগার শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।
এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি এবং বিসিএসএ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, লোডশেডিংয়ের কারণে হিমাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। ফলে সংরক্ষিত পণ্যের গুণমান নষ্ট হচ্ছে। হিমায়িত পণ্য ক্ষতিগ্রস্ত হলে বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে হিমাগার শিল্পে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধ জানান তিনি।
মন্তব্য করুন